সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: শনিবার দিনভর ইছামতীর টলটলে জলে ঘুরপাক খেল রাজনীতির ঘূর্ণি। শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) পরিদর্শনের কয়েকঘণ্টার মধ্যেই পরিদর্শনে গেল রাজ্য় সরকারের পূর্ত দফতরের প্রতিনিধি দল। পাকা সেতু থেকে সংস্কার- রাজ্য সরকার সাহায্য করলে দ্রুত অবস্থার পরিবর্তন সম্ভব বলে মন্তব্যে করলেন বিজেপি সাংসদ। রাজ্য সরকার তৎপর, পাল্টা জবাব দিল তৃণমূল।


ইছামতীর জলে রাজনীতির ঘূর্ণি: কোথাও পাকা সেতু তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি, কোথাও ইছামতীর নাব্যতা বাড়িয়ে জলপথে ভারত বাংলাদেশে পণ্য পরিবহণের আশ্বাস। শনিবাসরীয় দিনে উত্তর ২৪ পরগনার রাজনীতির অনেকটা জুড়েই রইল ইছামতীর। আর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ঘুরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্য়ে রাজ্য় সরকারের পূর্ত দফতরের আচমকা পরিদর্শনে ইছামতীর জলে ঘুরপাক খেল রাজনীতির ঘূর্ণি।

এদিন গাইঘাটার কালাঞ্চিতে যান শান্তনু ঠাকুর। ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতী পরিদর্শন করেন তিনি। শান্তনু ঠাকুর বলেন, “নাব্যতা কমে যাওয়ায় ক্ষতি হচ্ছে ইছামতীর অববাহিকার। সংস্কার হলে জলপথে ভারত বাংলাদেশে পণ্য পরিবহণের সুযোগ আসবে। রাজ্য ও বাংলাদেশের সরকারের সহায়তা দরকার। বাণিজ্যের সুযোগ আসবে। ড্রেজিং করা হবে।’’

একদিকে, গাইঘাটা ব্লকের বেড়িগোপালপুর। অন্যদিকে, স্বরূপনগরের তরণীপুর। তার মাঝে দাঁড়িয়ে আছে ইছামতীর কাঠের সেতু। ছোটো দু-চাকা, চার-চাকার গাড়ি চলে। এখানে পাকা সেতুর দাবি স্থানীয়দের দীর্ঘদিনের। এখানেই শনিবার কেন্দ্রের আন্ত:দেশীয় জলপথ পরিবহণ দফতরের প্রতিনিধি দলকে নিয়ে পৌঁছে যান শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর বলেন, "রাজ্য সরকার সহযোগিতা করলে ১ মাসে কাজ শুরু করা সম্ভব। পাকা সেতু তৈরি হয়ে গেলে গাইঘাটা ব্লক থেকে বসিরহাট মহকুমার দূরত্ব কমবে ৩০ কিলোমিটার।'' শান্তনু ঠাকুরের কথায়, “রাজ্য সরকার এনওসি দিলে, দোকান সরাতে হবে, অধিগ্রহণ করতে হবে জমি। ৪ ফুট উঁচু হবে ব্রিজ। বর্ষায় ইছামতীর জল বাড়লেও অসুবিধা হবে না, রাজ্য চাইলে ১ মাসে কাজ শুরু। ’’

এদিকে শান্তনু ঠাকুরের পরিদর্শনের কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে আসেন রাজ্যের পূর্ত দফতরের কর্মীরা। তবে আচমকা পরিদর্শন নিয়ে মুখ খুলতে চাননি তাঁরা। এদিকে, স্বরূপনগরের একটি বাঁশের সেতু পরিদর্শনেও যান বিজেপি সাংসদ। সেখানে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে ভেসেল চালুর আশ্বাস দেন তিনি।


আরও পড়ুন: Kolkata Fire: ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল