সমীরণ পাল, বারাসাত: বারাসাতে (Barasat) বাইপাস দ্রুত চালু করার উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাইপাসের কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী।


অশোকনগরের খোঁজ দিলপুর থেকে বেলিয়াঘাটা পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ এই বাইপাস। কিন্তু মাঝে দেগঙ্গা নুরনগর গ্রাম পঞ্চায়েতে কিছুটা অংশ নিয়ে সমস্যা রয়েছে।  সেখানে রাস্তা তৈরির জন্য কয়েকটি  পরিবারদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হবে। তার জন্য সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, ওই জমি অধিগ্রহণের জন্য সাত দিনের মধ্যে সমীক্ষার কাজ শেষ হবে।


এই রাস্তার কাজ শেষ হলে কলকাতা থেকে বনগাঁ পেট্রাপোল সীমান্ত পর্যন্ত পৌঁছতে অন্তত ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এর ফলে যশোর রোডের চাপ অনেকটাই কমবে বলে জানা যাচ্ছে। এই বাইপাস হলে যারা বনগাঁর দিকে যাবেন তাঁরা এয়ারপোর্ট, বারাসাত, মধ্যমগ্রাম অতিক্রম না করে চিনার পার্ক থেকে সরাসরি শাসন খড়িবাড়ি হয়ে বেলিয়াঘাটা রাস্তা ধরতে পারবেন। এই রাস্তার শেষ হলে অনেকেরই সুবিধা হবে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী জানিয়েছেন এর ফলে যশোর রোডের যানজটের চাপ অনেকটাই কমানো সম্ভব হবে।


আরও পড়ুন: Asansol: আসানসোল জামুড়িয়া থানার জাতীয় সড়কের পাশে বেসরকারি কারখানায় আগুন


অন্যদিকে,বাড়ি বিক্রি করতে গিয়ে প্রায় ৩ লক্ষ টাকা খোয়ালেন বনগাঁর প্রৌঢ়ের। ব্যাঙ্কের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন প্রতারিত গ্রাহক। প্রৌঢ়ের দাবি, বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে অগাস্টের শেষ সপ্তাহে দুই ব্যক্তি তাঁর বাড়িতে এসে ৩ লক্ষ টাকার একটি চেক দেন। অভিযোগ, বাকি টাকা দেওয়ার জন্য নিজেদের কলমে প্রৌঢ়কে ক্যানসেল চেক লিখে দিতে বলে অভিযুক্তরা। দিনদুয়েক পরেই এসবিআইয়ের বনগাঁ শাখায় প্রৌঢ়ের অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। অসহযোগিতার অভিযোগে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে লিগাল নোটিস পাঠিয়েছেন প্রতারিত গ্রাহকের আইনজীবী। ব্যাঙ্ক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।