সমীরণ পাল, খড়দা: ৩০ অক্টোবর খড়দায় উপনির্বাচন। তার আগে আজ বারাসাতে জেলাশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করল শাসক-বিরোধী রাজনৈতিক দলগুলি। কোভিডকালে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। 


বিক্ষিপ্ত উত্তেজনা ছাড়া বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন-সহ তিন কেন্দ্রের ভোট। এরপর ৩০ অক্টোবর রাজ্যের আরও চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। যার অন্যতম হল উত্তর ২৪ পরগনার খড়দা। 


ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। এই প্রেক্ষাপটে এদিন উত্তর ২৪ পরগনার বারাসাতে জেলাশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসে শাসক-বিরোধী রাজনৈতিক দলগুলি। 


সূত্রের খবর, ভোটের মধ্যে এলাকায় বহিরাগতরা যাতে না ঢুকতে পারে, তার দিকে নজর দেওয়ার জন্য আবেদন করা হয়েছে বিজেপির তরফে। অন্যদিকে, নির্বাচনবিধি কঠোরভাবে মানার ওপর জোর দিয়েছে তৃণমূল। 


তৃণমূল নেতা তথা মধ্যমগ্রাম পুর প্রশাসক নিমাই ঘোষ বলেন, বিজেপি কোনও নিয়মকানুন মানে না। তাই বলেছি নিয়ম যাতে মারা হয়, তারওপর কড়া নজর রাখতে। 


অন্যদিকে, বিজেপি বারাসাত সাংগঠনিক জেলা  সহ সভাপতি শঙ্কর দাস বলেন, পুলিশকে বলেছি এলাকায় তল্লাশি চালাতে। বহিরাগতরা যাতে না ঢোকে, তারওপর নজরদারি করুক প্রশাসন। 


খড়দা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন কাজল সিনহা।  কিন্তু ফল প্রকাশের আগেই মৃত্যু হয় তৃণমূল প্রার্থীর।  যার ফলে ফের এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। কোনও দলের তরফে এখনও সরকারিভাবে প্রার্থী ঘোষণা না হলেও, খড়দায় রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমে পড়েছে শাসকদল। 


জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, যেহেতু করোনাকালে ভোট হচ্ছে, তাই কঠোরভাবে কোভিডবিধি মেনে চলতে হবে। রোড শো করা যাবে না। স্ট্রিট কর্নারে ক্ষেত্রে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না। হলঘরে মিটিং করলে, সর্বাধিক ২০০ জনের জমায়েত করা যাবে। 


উত্তর ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, কোভিডের মধ্যে ভোট হচ্ছে। বাড়ি প্রচারে পাঁচ জনের বেশি থাকবে না। কোভিড বিধি মানতে হবে। সামাজিক দূরত্ববিধি মানতে হবে।


প্রশাসন সুত্রে খবর, খড়দা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮। মোট বুথের সংখ্যা ৩২৩। এই কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হবে ২ নভেম্বর। 


আরও পড়ুন: খড়দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়


আরও পড়ুন: করোনায় মৃত্যু খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার