সমীরণ পাল, গারুলিয়া (উত্তর ২৪ পরগনা) : পুরভোটের (Municipal Election) প্রার্থী (Election Candidate) হতে না পেরে এবার গারুলিয়ায় তৃণমূলে (TMC) ভাঙন। দলবল নিয়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন বিদায়ী কাউন্সিলর ও এক তৃণমূল নেতা। টিকিট না পেয়েই বিজেপিতে যোগদান, জানিয়েছেন তৃণমূলত্যাগী দুই নেতা-নেত্রী। তৃণমূল সম্মান না দেওয়ায় দলত্যাগ, দাবি বিজেপির। মন্তব্যে নারাজ শাসকদল।
এমনিতেই বিক্ষোভ, অবরোধ থেকে কার্যত ধর্মঘট, পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে উত্তর ২৪ পরগনা (North 24 parganas) জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে বিদ্রোহের আগুন। ভোটে লড়ার টিকিট না পেয়ে পুরুলিয়া, বীরভূমের পর এবার উত্তর ২৪ পরগনাতেও ভাঙন ধরল শাসক শিবিরে। দলবল নিয়ে বিজেপিতে যোগ দিলেন গারুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর দীপা সিংহ ও স্থানীয় তৃণমূল নেতা রঞ্জিত রায়। শনিবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহয়ের (Arjun Singh) উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন তাঁরা।
টিকিট না পেয়েই বিজেপিতে যোগদান, জানিয়েছেন তৃণমূলত্যাগীরা। গারুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দীপা সিংহ বলেছেন, 'আমি দুবারের কাউন্সিলর। আমি টিকিট পাইনি তাই বিজেপিতে যোগ দিলাম।' ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেছেন, 'সব জায়গায় বিক্ষোভ, কাজ করতে অসুবিধা হচ্ছিল ওনার তাই যোগ দিলেন।' যদিও দলত্যাগ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি গারুলিয়া শহর তৃণমূলের সভাপতি।
এদিকে, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগর (AshokNagar) কল্যাণগড় পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী, প্রাক্তন মুখ্য প্রশাসক উৎপল তালুকদারের মেয়ে জুঁই তালুকদারের বিরুদ্ধে পড়ল পোস্টার। ২৩ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের নামে দেওয়া পোস্টারে, এই ওয়ার্ডে তৃণমূলকে ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মিঠু ভট্টাচার্যর বাড়ির পাঁচিলে দেওয়া পোস্টার ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। আবার প্রার্থী হয়েও বিক্ষোভে সামিল এক তৃণমূল নেত্রী। ২০ নম্বর ওয়ার্ডের ৪ বারের কাউন্সিলর বুলুরানি দাসকে এবার ২১ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে তৃণমূল। এর প্রতিবাদে রবিবার সকালে পার্টি অফিসের সামনে অনুগামীদের নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল প্রার্থী। সব মিলিয়ে শাসকের অভ্যন্তরীণ দ্বন্দ্বেই তপ্ত রাজ্য রাজনীতি।
আরও পড়ুন- ভোট এলেই শুধু আসেন, হয়নি কোনও উন্নয়ন, অভিযোগ তুলে তৃণমূল প্রার্থীকে ঘিরে ক্ষোভ বারাসাতে