সমীরণ পাল, বারাসাত ( উত্তর ২৪ পরগনা) : পুরভোটের (Municipal Election) প্রার্থী-তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যের (West Bengal) বিভিন্ন জেলায় শাসকের অন্দরের ক্ষোভ এসে পড়েছে একেবারে রাস্তায়। টায়ার জ্বালিয়ে, পোস্টার দিয়ে, নেতাদের ঘিরে ধরে চলছে বিক্ষোভ-অবরোধ (Agitation)। এর মাঝেই আবার প্রচারে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী (TMC)। রবিবার বারাসাতের (Barasat) হৃদয়পুরে (Hridaypur) ৩২ নম্বর ওয়ার্ডে ভোটের প্রচারে যান প্রাক্তন কাউন্সিলর তথা এবারের পুরভোটে তৃণমূলের প্রার্থী প্রণবানন্দ রায়চৌধুরী। সেই সময়ই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।


প্রাক্তন কাউন্সিলরকে কার্যত ঘিরে ধরে তাঁরা অভিযোগ করেন, শুধুমাত্র ভোট চাইতেই আপনাকে এলাকায় দেখা যায়। অন্য কোনও সময় নয়। রাস্তাঘাট, নর্দমা, খাল সংস্কার থেকে শুরু করে একাধিক সমস্যা থাকলেও তার কোনওরকম সুরাহা মেলেনি বলেও অভিযোগ করেন বিক্ষোভে শামিল স্থানীয়রা। তাদের অভিযোগ, গতবারের দেওয়া জলযন্ত্রণা থেকে মুক্তির প্রতিশ্রুতি পূরণ করেননি তিনি। বিক্ষোভের মুখে পড়ে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন তৃণমূল প্রার্থী।


এদিকে, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগর (AshokNagar) কল্যাণগড় পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী, প্রাক্তন মুখ্য প্রশাসক উৎপল তালুকদারের মেয়ে জুঁই তালুকদারের বিরুদ্ধে পড়ল পোস্টার। ২৩ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের নামে দেওয়া পোস্টারে, এই ওয়ার্ডে তৃণমূলকে ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মিঠু ভট্টাচার্যর বাড়ির পাঁচিলে দেওয়া পোস্টার ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। আবার প্রার্থী হয়েও বিক্ষোভে সামিল এক তৃণমূল নেত্রী। ২০ নম্বর ওয়ার্ডের ৪ বারের কাউন্সিলর বুলুরানি দাসকে এবার ২১ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে তৃণমূল। এর প্রতিবাদে রবিবার সকালে পার্টি অফিসের সামনে অনুগামীদের নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল প্রার্থী। সব মিলিয়ে শাসকের অভ্যন্তরীণ দ্বন্দ্বেই তপ্ত রাজ্য রাজনীতি।


আরও পড়ুন- মেলেনি ভোটে লড়ার টিকিট, গারুলিয়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ