উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর পুলিশ লাইনে এএসআইয়ের রহস্যমৃত্যু (Barrackpore ASI Death Mystery)। টিটাগড়ে থাকার সময় ক্লোজ, ব্যারাকপুরে রহস্যমৃত্যু। নিজের কোয়ার্টার্সেই ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার।


কীভাবে মৃত্যু শুভেন্দু কুমার ঘোষের?


তবে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, কীভাবে মৃত্যু শুভেন্দু কুমার ঘোষের? তদন্তে নেমেছে পুলিশ। মূলত ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হলেও, প্রকৃতই ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা সম্ভব হবে। তবে পুলিশ কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় এর আগেও সাক্ষী রয়েছে রাজ্য। প্রসঙ্গত, এর আগে এমনই একটি রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছিল গতবছর মে মাসে দক্ষিণ ২৪ পরগনায়।


পুলিশ কর্মীর রহস্যমৃত্যু ঘিরে প্রশ্ন


ডিউটি থেকে ফেরার পথে, ডায়মন্ড হারবারে পুলিশ কর্মীর রহস্যমৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছিল। মৃত ওই পুলিশকর্মীর নাম ছিল সমীর দাস। বাড়ি হাওড়ায়। ডায়মন্ড হারবার থানায় এএসআই পদে কর্মরত ছিলেন সমীর। ডায়মন্ড হারবারে একটি পেট্রোল পাম্পের সামনে রাস্তার ধারে ওই পুলিশ কর্মীর মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে সেসময় দাবি তুলেছিল পরিবার। 


গতবছরের শেষেও মর্মান্তিক ঘটনা


অপরদিকে, গতবছরের শেষে হুগলি জেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। পুলিশ ক্যাম্পের মধ্য়ে আধিকারিকের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞল্য ছড়িয়েছিল। হুগলি জেলার গোঘাট থানা এলাকায় ওই পুলিশ আধিকারিকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তিনিও এএসআই পদে কর্মরত ছিলেন। প্রধানত যে কোনও মৃত্যুই দুঃখজনক। তার উপর অস্বাভাবিক মৃত্যু হলে, তার যন্ত্রনা দ্বিগুন বেড়ে যায়। মৃত্যুর পরেও একের পর এক প্রশ্ন জেরবার হতে হয় মৃতের পরিবারকে। অবশ্য উপায়ও থাকে না। প্রকৃতই কী কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ম রীতির মধ্য়েই পড়ে। তাই অনেকক্ষেত্রেই ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে নানা প্রশ্ন রয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে, আদৌ আত্মহত্যা নাকি খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই প্রশ্ন অনবরত ঝাঝরা করে দেয় পরিবারকে। তাই এই যাবতীয় প্রশ্নের উত্তর মেটায় ময়নাতদন্ত।


আরও পড়ুন, মোদির ভাষণ চলাকালীন বিরোধীদের ওয়াক আউট


গতবছর নদিয়ার নাকাশিপাড়ায়় ভাড়াবাড়ি থেকেও উদ্ধার হয়েছিল এক সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ। দিয়ার নাকাশিপাড়া থানার এক সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধারের পর ভাইরাল হয়েছিল  সুইসাইড নোট। বছর পঞ্চান্নর ওই এসআই-এর বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙায়। নাম গৌরগোপাল গঙ্গোপাধ্যায়। তবে কী কারণে আত্মঘাতী হয়েছিলেন এসআই? সেই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নামে পুলিশ।