সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জমি-বিবাদে ভাইদের হাতে খুন আরেক ভাই। এর মধ্যেই জামিনে মুক্তি পান খুনে অভিযুক্ত এক ভাই (Madhyamgram Murder Case)। পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ ঘিরে তুলকালাম বাধল মধ্যমগ্রামের চণ্ডীগড়-রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের দিয়ারা গ্রামে। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। বারাসাতের SDPO-র নেতৃত্বে পুলিশ বাহিনী গ্রামে পৌঁছলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে।
জমি-বিবাদে ভাইদের হাতে খুন আরেক ভাই
গত পয়লা এপ্রিল ভাইয়েরা মিলে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এর আগে মৃতের পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত তার এক ভাইকে পুলিশ গ্রেফতার করে। গতকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে উত্তপ্ত হয়ে ওঠে । অভিযুক্তদের দুজনের বাড়ি ভাঙচুর করেন গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাতের এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। এদিকে গ্রামে পৌঁছতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদেরকে।
জমি বিবাদ নিয়ে বাংলায় ভুরি ভুরি হিংসার ঘটনা
জমি বিবাদ নিয়ে বাংলায় ভুরি ভুরি হিংসার ঘটনার উদাহরণ রয়েছে। কখনও বেআইনিভাবে জমি দখল, কখনও জমি বন্দক রেখে প্রতারণার মতো ঘটনা অতীতে প্রচুর ঘটেছে। জমি বিবাদে মারধর, খুনের ঘটনায় জেলে কাটাচ্ছেন অনেকেই। তবে মধ্যমগ্রামের ওই ঘটনায় প্রকৃত অপরাধী কারা ? কারা দিয়েছে প্ররোচনা ? তদন্তে গাফিলতির অভিযোগ কি আদৌ সত্যি ? তা সময়ই বলবে।
আরও পড়ুন, সন্দেশখালিতে এবার আক্রান্ত পুলিশ, ক্যাম্পে ঢুকে হামলা দুষ্কৃতীদের
একজনের জমি টাকার বিনিময়ে অন্যের নামে নথিভুক্ত করার অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদে
সম্প্রতি মুর্শিদাবাদে জমির ইস্যুতে একটি অভিযোগ উঠেছিল। একজনের জমি টাকার বিনিময়ে অন্যের নামে নথিভুক্ত করার অভিযোগ উঠেছিল ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ভগবানগোলায় BLLRO অফিস ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছিলেন অভিযোগকারী। ভগবানগোলার বাসিন্দা ভোলা শেখের অভিযোগ, তাঁর ১১.৬৬ শতক জমি টাকার বিনিময়ে অন্য ৩ জনের নামে নথিভুক্ত করা হয়েছিল ভূমি ও ভূমি রাজস্ব দফতরে। রাতে BLLRO অফিসে চড়াও হয়ে ভাঙচুর চালিয়েছিলেন অভিযোগকারী। ভগবানগোলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।