পার্থপ্রতিম ঘোষ,  উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় বোমা উদ্ধারের পর, এবার ব্যারাকপুরে উদ্ধার ১০০ কেজি বোমার মশলা (Bomb's ingredients rescue in Barrackpore)। বিস্ফোরক পাচার ও বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেফতার (Arrest) করেছে বেঙ্গল এসটিএফ (STF)।


জানা গিয়েছে, ৫০ কেজি করে পটাশিয়াম নাইট্রেট ও আর্সেনিক সালফাইড বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল সন্ধেয় ব্যারাকপুরের বাসুদেবপুর থানা এলাকার কেউটিয়ায় অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। হাতেনাতে পাকড়াও করে তিনজনকে। ধৃতদের মধ্যে দু’জন ভাটপাড়া ও একজন জগদ্দলের বাসিন্দা। প্রসঙ্গত, দোরগড়ায় দীপাবলি। রাজ্যে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে প্রায় প্রতিদিনই পুলিশি অভিযানে উঠে আসছে, কেজি কেজি বাজির মশলা, পাশাপাশি প্যাকেট প্যাকেট বাজিও। কিন্তু সেতো কালীপুজোর জন্য মজুত বাজি। আর এবার একেবারে ভয়াবহ  ১০০ কেজি বোমার মশলা উদ্ধার হল রাজ্যে। স্বাভাবিকভাবেই রাজ্যে, পঞ্চায়েত ভোটের আগে এহেন ঘটনায় আরও সতর্ক পুলিশ প্রশাসন।


 পুজোর আগে অগাস্টের মাঝামাঝি বীরভূমের তারাপীঠের খামেড্ডা গ্রাম থেকে উদ্ধার হয় চার বালতি তাজা বোমা। সকালে গ্রামের পুকুর পাড়ে বালতি ভর্তি বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পরে তারাপীঠ থানার পুলিশ গিয়ে ১৫-২০টি তাজা বোমা উদ্ধার করে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হয়। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকায় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত বাথরুম থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ l  এলাকার মানুষ পরিত্যক্ত জায়গায় বোমা দেখতে পায়।  এলাকায় আতঙ্ক  ছড়িয়ে পড়ে l পুলিশ খবর দেওয়া হয়। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ এসে তিনটি বোমা উদ্ধার করে নিয়ে যায় l


আরও পড়ুন, পেট্রোলের দাম ১০০-র নিচে কোন শহরে ? জ্বালানির দাম বাড়ল কি কলকাতায় ?


পাশাপাশি, উত্তর ২৪ পরগনার জগদ্দল স্টেশনে রেল লাইনে বোমা বিস্ফোরণ হয়। উদ্ধার হয় তাজা বোমাও। ঘটনার পর একজনকে গ্রেফতার করে রেল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, জগদ্দল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের কাছে মদ্যপান করছিলেন চার যুবক। তখন তাদের সরিয়ে দেয় জিআরপি। কিছুক্ষণ পরই, রেল লাইনে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আশপাশের লোকজন ছুটে গিয়ে এক দুষ্কৃতীকে ধরেও ফেলেন। এরপরেই প্রশ্ন ওঠে, কাউকে লক্ষ্য করে কি বোমা ছোড়া হয়েছিল? না কি কোনও নাশকতার ছক ছিল? এখানেই শেষ নয় উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় প্রাথমিক স্কুলের পিছনে মেলে তাজা বোমা। চাকলার নিকেরআটি এলাকায় প্রাথমিক স্কুলের পিছনে, পাট খেতের মধ্যে বস্তায় পুরে বোমা রাখা হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। পরে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। স্কুলের পিছনে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।