সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: পুজোর (Durga Puja 2022) আগে বরাহনগরের (Baranagar) সোনাপট্টিতে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ (Police)। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার পাঁচ দুষ্কৃতি। ধৃতদের নাম অভিজিৎ সরকার, সুদীপ্ত সাউ, রবিশঙ্কর দত্ত চৌধুরী, শুভঙ্কর মালাকার। ধৃত পাঁচ জনকে আজ ব্যারাকপুর আদালতে (Court) তোলা হবে।


কীভাবে ডাকাতির প্ল্যান বানচাল করল পুলিশ ?


পুজোর আগে বরাহনগর সোনাপট্টিতে বড়সড় ডাকাতির ছক কষে ছিল বরাহনগর এ কে মুখার্জি রোডের বাসিন্দা কুখ্যাত দুস্কৃতি শুভম ভট্টাচার্য ওরফে কদম ও তাঁর চার সহযোগী। পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে, শুক্রবার ভোর রাতে ওই দুষ্কৃতি দল যখন বাইকে চেপে ডাকাতির উদ্দেশ্যে বরাহনগর সোনাপট্টিতে জড়ো হয়েছিল, সেখান থেকে তাদের আটক করে। এরপরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ, একটি চপার উদ্ধার করে। এবং তা বাজেয়াপ্ত করে। সঙ্গে যে বাইকে করে পাঁচ জনের মধ্যে দুই জন এসেছিল, সেই বাইকটিও আটক করা হয়। এরপরেই কদম সহ পাঁচ দুস্কৃতিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম অভিজিৎ সরকার, সুদীপ্ত সাউ, রবিশঙ্কর দত্ত চৌধুরী, শুভঙ্কর মালাকার। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, ধৃত পাঁচ জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, আরও আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের জন্য ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে।


পুজোর আগে আরও এক ডাকাতের দল পুলিশের জালে 


আরও পড়ুন, 'এখনই অন্তর্বর্তী নির্দেশ নয়', অভিষেকের শ্যালিকার মামলায় কী জানাল হাইকোর্ট ?


চলতি বছরের জুন মাসের মাঝমাঝিও পুলিশের তৎপরতায়,বড়সড় এক ডাকাতির ছক বানচাল হয়। তবে সেটা উত্তর ২৪ পরগনা নয়, ঘটনাটা ঘটেছিল মালদা জেলায়। মালদার চাঁচল থানার পুলিশের তৎপরতায় মূলত তা সম্ভব হয়। রাতে পুলিশি অভিযান চলাকালিন চাঁচলের পাহারপুর এলাকা থেকে অস্ত্র  সমেত ছয় জনের ডাকাত দলকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, রাতে যখন পুলিশি অভিযান চলছিল পাহারপুরে, সেই সময় কাছেই শিমুলতলায় বিলাসবহুল গাড়ি থামিয়ে একদল যুবক জড়ো হয়েছিল। সেই সময় টহল দেওয়া পুলিশের দল গিয়ে তাঁকে জিজ্ঞাসা করলেই সন্দেহ হয়। সেই সময় তাঁদের গাড়িতে তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। এরপরই পুলিশ তাদের ধরতে গেলে অনেকেই পালিয়ে যায়। কিন্তু ৬ জনকে ধরে নেয় পুলিশের দল। ওই ৬ জনকে গ্রেফতার করে নিয়ে আসা হয় থানায়। পুলিশি জেরায় অভিযুক্তরা জানায় যে, তারা চাঁচল শহরে ডাকাতি করার জন্য এসেছিল। কিন্তু পুলিশের সক্রিয় ভূমিকায় সেই প্ল্যান ভেস্টে গিয়েছে।