উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে বোমা বিস্ফোরণকাণ্ডে (Titagarh Blast) গ্রেফতার একাধিক। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বোমা বিস্ফোরণে দুই নাবালকের জখম হওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ (Police)। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে,ধৃতরা স্থানীয় দুষ্কৃতী, তারাই মাঠের মধ্যে বোমা মজুত করেছিল।


বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ টিটাগড়ের উড়ানপাড়ার মাঠে বিস্ফোরণ হয়। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় দুই নাবালক। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। বিস্ফোরণস্থলের ঢিল ছোড়া দূরত্বে প্রাইমারি স্কুল। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধার করছে পুলিশ। রাজ্যের একাধিক জায়গায় বোম উদ্ধার করছে বোম স্কোয়াড। কিন্তু তারপরেও চোখে ধুলো দিয়ে বোমাবাজি করে চলেছে দুষ্কৃতিরা। যার উপর রাজনৈতিক রঙও চড়ানো হচ্ছে। কাদা ছোড়াছুড়ি চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে। কখনও আবার গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিয়ে উঠছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এই মুহূর্তে অতি সক্রিয় রাজ্য পুলিশ। তাই অপরাধীদের তল্লাশি চলছে। এবার টিটাগড়ে বোমা বিস্ফোরণে দুই নাবালকের জখম হওয়ার ঘটনাতে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এর প্রকৃত 'ষড়যন্ত্রকারী' কে ? আশা করা যাচ্ছে, তদন্তের মারফত আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে।


আরও পড়ুন, ১২, ১৪, ২১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ', ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার


তবে 'বারুদের স্তূপে পরিণত হয়েছে রাজ্য', একথা অনেকদিন আগেই বলেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এরপর সেই সুরেই একে একে রাজ্যের বিরোধী শীর্ষনেতাদেরও সরব হতে দেখা যায়। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, অনেকের রাজনীতিটা যেরকম, মাঝখানে অর্জুন সিং এসেছিলেন, তার উপরে অ্যাটাক হত। বাধ্য হয়ে চলে গিয়েছেন।এখন ওখানে যত ক্রিমিন্য়ালরাই রাজনীতিটা কন্ট্রোল করছে। কাজকর্ম নেই, বহু ছেলে ঘুরে বেড়াচ্ছে। হাতে বন্দুক দিয়ে দেওয়া হচ্ছে। রাজনীতি করছে, তোলাবাজী করছে। করে খাচ্ছে। ' প্রসঙ্গত, এর আগে উত্তর ২৪ পরগনার টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলে ক্লাস চলাকালীন বোমা বিস্ফোরণ হয়। এনিয়ে দিলীপ ঘোষ আরও বলেন, আর দুর্ভাগ্যের বিষয়, স্কুলে দিনের বেলায় ক্লাস চলা কালীন বোম ব্লাস্ট হচ্ছে। এত ভয়ঙ্কর এটা। যদি ক্লাসের মধ্য়েই বোমটা চলে আসত,তাহলে কত প্রাণহানি হত। শিক্ষাব্যবস্থায় যা দুর্নীতি, অন্তর্জলী যাত্রা, কোন ভরসায় মা-বাবারা ছেলে মেয়েদের সরকারি স্কুলে পাঠাবে', বলে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন তিনি।