সমীরণ পাল, খড়দা: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) খড়দার (Khardah) পুরানি বাজারে দুষ্কৃতী দৌরাত্ম্য। কয়েকজন ব্যবসায়ী ও এক ক্রেতাকে ধারাল অস্ত্রের কোপ এক দুষ্কৃতীর। ব্যবসায়ীদের অভিযোগ, তোলা না পেয়েই হামলা চালানো হয়েছে। প্রতিবাদে আজ দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে।


খড়দার বাজারে দুষ্কৃতী দৌরাত্ম্য: খড়দায় (Khardah) দুষ্কৃতী দৌরাত্ম্য। ব্যবসায়ীদের থেকে তোলা আদায়ের চেষ্টা। টাকা না পেয়ে ধারাল অস্ত্রের কোপ। হামলার শিকার এক ক্রেতাও। দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার খড়দার পুরানি বাজারে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে দলবল নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। প্রতিবাদে সোমবার দোকান বন্ধ রাখলেন ব্যবসায়ীরা। আক্রান্ত ব্যবসায়ী আনন্দ সাহার দাবি, “৫ হাজার, ১০ হাজার করে তোলা চায়।’’


তোলা আদায়েরর অভিযোগ: পুরানি বাজারের ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরেই বাজারে দুষ্কৃতীর দৌরাত্ম্য চলছে। দোকানদারদের থেকে মোটা টাকা তোলা আদায় করা হয়। রবিবার রাতেও তোলা আদায়ের জন্য কয়েকজন সঙ্গীকে নিয়ে এসেছিল এক দুষ্কৃতী। ব্যবসায়ীদের অভিযোগ, তোলা না পেয়ে ৪-৫ জনকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়।  সেইসময় আক্রান্ত হন এক ক্রেতাও। তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেক আক্রান্ত ব্যবসায়ী মিলন হাজরার অভিযোগ, “রাহুল মাহাতো বলে কাল একজন মদ খেয়ে এসে বলে তোলা দিতে হবে, না দিলে মারধর করে, একজন ছুরি দিয়ে আঘাত করে।’’


এরই প্রতিবাদে এদিন পুরানি বাজারের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পুরানি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক অজয় সাউ বলেন, “দিনের পর দিন এই চলছে, কতদিন সহ্য করব, আর পারছি না, এখন ক্রেতাও আক্রান্ত, পুলিশ আসে, পুলিশ যেতেই আবার চলে আসে দুষ্কৃতীরা।’’ খড়দা থানার পুলিশ দাবি করেছে, বাজারে এক মত্ত দুষ্কৃতী হামলা চালালেও, তোলাবাজির কোনও খবর নেই। অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে।


আরও পড়ুন: Jalpaiguri News: উপনির্বাচনে ধাক্কা খাওয়ার পর বাড়ছে অস্বস্তি, বিস্ফোরক জলপাইগুড়ির বিজেপি নেতা