সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ছোট, বড় নানা আকারের বিপুল পরিমাণে কচ্ছপ (Tortoise) উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে নৈহাটি (Naihati) স্টেশনে। ইতিমধ্যেই এই ঘটনায় ২ মহিলাকে আটক করেছে পুলিশ।
কচ্ছপ উদ্ধারে আটক দুই মহিলা-
জানা গিয়েছে, এদিন ৬.৫০-এর আপ শান্তিপুর লোকালের মহিলারা কামরায় দুই মহিলাকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত জিআরপির। দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। তারপরই ওই দুই মহিলার কাছ থেকে ছোট বড় মিলিয়ে মোট ১২২টি কচ্ছপ উদ্ধার হয়। কচ্ছপগুলিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কচ্ছপ পাচারে ধৃত দুই মহিলার বাড়ি উত্তরপ্রদেশে। কীভাবে মহিলা কামরায় এই বিপুল পরিমাণ কচ্ছপ পাচার হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার নানা জায়গায় একাধিক সময়ে কচ্ছপ পাচারের খবর সামনে এসেছে। গত মাসের একেবারে শেষের দিকে পাচারের আগেই উদ্ধার হয় প্রায় সাড়ে পাঁচশো বিরল প্রজাতির কচ্ছপ (Tortoise)। ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের (Swarupnagar) চারঘাট এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে কচ্ছপ (Rare Tortoise Rescued)। ঘটনায় গ্রেফতার হয়েছে দুই পাচারকারী। বন দফতর সূত্রে জানা গিয়েছে,ভিনরাজ্য থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে বিরল প্রজাতির কচ্ছপ এদিন উদ্ধার হয় ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের চারঘাট এলাকা থেকে। এখনও পর্যন্ত এই ঘটনার গ্রেফতার হয়েছে দুই পাচারকারী। খবর পাওয়া গিয়েছে, গোপনসূত্রে বন দফতরের কাছে খবর আসে যে ভিনরাজ্য থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে কয়েক লক্ষ টাকার বিরল প্রজাতির কচ্ছপ বাংলাদেশসহ বিভিন্ন জায়গায় বিক্রির জন্য মজুত করা হচ্ছে। জানা যায়, স্বরূপনগরের চারঘাট এলাকায় মজুত করা হচ্ছে বিপুল পরিমাণ কচ্ছপ। খবর পেয়েই বারাসাত, বনগাঁ ও বসিরহাটের বন দফতরের আধিকারিকরা একসঙ্গে গোপন অভিযান চালায়। অভিযান চালিয়ে উদ্ধার করে বিরল প্রজাতির কচ্ছপ। গোপন অভিযানে উদ্ধার হয় বাইশ বস্তা কচ্ছপ, যার ওজন প্রায় এক টনের উপর। প্রায় পাঁচশোটি কচ্ছপ উদ্ধার হওয়ার ঘটনায় গ্রেফতার হয়েছে দুই পাচারকারী। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত করছে বন দফতর।