সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire) ঘটল হাবরা (Habra) পুরাতন হসপিটাল কলোনিতে। পর-পর পাঁচটি বাড়িসহ দোকানে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিশাল পুলিশবাহিনী।


হাবরার পুরাতন হসপিটার কলোনিতে পর-পর পাঁচটি বাড়িসহ দোকানে আগুন-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাবরা পৌরসভার পুরাতন হসপিটাল কলোনিতে পর-পর পাঁচটি বাড়িসহ দোকানে আগুন লাগে। সূত্রের খবর, এলাকার বাসিন্দা কৃষ্ণ দাসের বাড়িতে প্রথম আগুন লাগে। পরবর্তীতে সেখান থেকে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানসহ বাড়িতে। দ্রুত খবর দেওয়া হয় হাবরা থানা (Habra Police Station) এবং দমকলে (Fire Brigade)। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। পরে আরও দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে সাময়িক কিছুক্ষণের জন্য বনগাঁ শিয়ালদা (Sealdah) শাখার ট্রেন চলাচলে (Train Service) বিঘ্ন ঘটে।


আরও পড়ুন - North 24 Parganas News: পুকুরে স্নান করতে নেমে যুবকের অস্বাভাবিক মৃত্যু, রহস্য ঘনাচ্ছে বন্ধুদের কথায়


আগুন প্রসঙ্গে দমকল ও প্রশাসন-


কীভাবে আগুন লাগে, তার কারণ এখনও পর্যন্ত সঠিকভাবে জানা না গেলেও দমকল আধিকারিকরা অনুমান করছেন যে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী এবং হাবরা পৌরসভার পৌরপ্রধান নারায়ন চন্দ্র সাহা। তাঁরা জানিয়েছেন যে, কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। হাবরা পৌরসভার পৌরপ্রধান বলেন, 'দমকলের আধিকারিকরা আমাকে যাবতীয় রিপোর্ট দেবেন। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেখার দায়িত্ব আমাদের। মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে ফোন করেছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস তিনি দিয়েছেন। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ও যাবতীয় সাহায্য হাবরা পৌর প্রশাসক নেবে।' পর- পর পাঁচটি বাড়িসহ দোকানে দোকানে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।