সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বারাসাতে (Barasat) পুকুরে স্নান করতে নেমে অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) হল এক যুবকের। বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ। প্রাথমিক তদন্তে তাঁরা ওই যুবকের বন্ধুদের কথাবার্তায় অসংগতি লক্ষ্য করেছেন বলে জানা যাচ্ছে।


নতুন বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে অস্বাভাবিক মৃত্যু যুবকের-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে পাঁচ বন্ধু বারাসাতের সরোজিনী পল্লী এলাকায় পুকুরে ডুবে অস্বাভাবিক মৃত্যু হয় এক যুবকের। এলাকার বাসিন্দাদের বক্তব্য, সরোজিনী পল্লীর পুকুরে পাঁচ বন্ধুর মধ্যে অর্জুন সাহা নামে আঠেরো বছরের যুবক জলে ডুবে যান। বন্ধুরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে স্থানীয় ব্যক্তিদের চেষ্টায় যুবককে জল থেকে তোলা হয়। সেই সময়ে তাঁর দেহে কোনও সাড় ছিল না বলেই দাবি করছেন এলাকার লোকেরা। দ্রুত ওই যুবককে অ্যাম্বুলেন্সে করে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


আরও পড়ুন - North 24 Pargana Kharda News : সুইমিং পুলে ব্যবহার করা হচ্ছে 'পুরসভার পানীয় জল' !


জানা যাচ্ছে, মৃত যুবক অর্জুন সাহার বাড়ি খড়দায়। কল্যাণী পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। পড়াশোনার কারণে তিনি বামনগাছিতে থাকতেন বলে খবর। যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বারাতাস থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। ইতিমধ্যেই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবকের এক বন্ধু জানিয়েছেন যে, আজ যাঁদের সঙ্গে তাঁরা পুকুরে স্নান করতে নেমেছিলেন, তাঁরা প্রত্যেকেই নতুন বন্ধু। অর্জুন সাঁতার জানেন না বলে পুকুরে নামতে চাইছিলেন না। কিন্তু বাকিরা তাঁকে জোর করে টেনেহিঁচড়ে পুকুরে নামায়। আর তারপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনার সময়ে থাকা মৃত যুবকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথায় অসংগতি লক্ষ্য করা গিয়েছে। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি স্থানীয়রা জানাচ্ছেন, যুবকের অস্বাভাবিক মৃত্যুর পরই সরোজিনী পল্লীর পুকুরে অনির্দিষ্টকালের জন্য স্নান বন্ধ করে দেওয়া হয়েছে।