সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আমডাঙার সাধনপুরে সাতসকালে বোমাবাজি (Bomb Blast)। বাইশের শেষ থেকেই মূলত রাজ্যের জেলায় জেলায় বোমাবাজির ঘটনা বেড়েই চলেছে। বারবার সামনে এসেছে মুর্শিদাবাদ, বীরভূম-সহ একাধিক জেলার নাম। সেই তালিকায় বাদ নেই উত্তর ২৪ পরগনাও। তবে  কী কারণে এই বোমা ছোড়া হল, জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে আমডাঙ্গা থানার পুলিশ (Amdanga Police Station)।


একটি দোকান লক্ষ্য করে বোমা ছোড়ে এক দুষ্কৃতী। বোমার আঘাতে জখম এক ব্যক্তি। তাঁকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক বিবাদের জেরে বোমাবাজি ঘটনা ঘটেছে।  


সম্প্রতি বীরভূমে (Birbhum ) মাড়গ্রামে উদ্ধার হয় ব্যাগ ভর্তি বোমা। পুলিশ সূত্র খবর, মাড়গ্রামে (Margram) বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজ্জাউদ্দিন শেখের খামার বাড়ি থেকে ৩ টি ব্যাগ ভর্তি বোমা মিলেছে। অন্যদিকে, জগদ্দলে পরিত্যক্ত রেল কোয়ার্টারে মিলেছে ২টি তাজা বোমা। আবার সেই মাড়গ্রাম। সম্প্রতি বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধানের ভাই-সহ ২ তৃণমূল কর্মীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাড়গ্রামে উদ্ধার হয় ব্যাগ ভর্তি বোমা। তাৎপর্যপূর্ণভাবে যেখানে ৩ ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়, সেটি মাড়গ্রামে বোমা ফেটে ২ তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজাউদ্দিন শেখের খামার বাড়ি।


  মাড়গ্রাম ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ এবং দলীয় কর্মী নিউটন শেখ বাইকে করে যাওয়ার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিনই তৃণমূল কর্মী নিউটনকে, রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে  মৃত ঘোষণা করেন চিকিৎসরা। পরের দিন পঞ্চায়েত প্রধানের ভাই লালটু শেখের SSKM-এ মৃত্যু হয়। 


সাম্প্রতিক অতীতে বোমা-বারুদের আস্ফালনে বারবার রক্তাক্ত হয়েছে মাড়গ্রাম । রেহাই পায়নি শৈশব।অন্যদিকে, উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার সুন্দিয়া কলোনিতে পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে দুটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। পরে রেল পুলিশ এসে পরিত্যক্ত ঘরগুলি ভেঙে গুঁড়িয়ে দেয়। কারা, কেন ওখানে বোমা লুকিয়ে রেখেছিল, তা পুলিশ খতিয়ে দেখছে।


আরও পড়ুন, 'রাজ্য সরকারের দূত হয়ে কাজ করছিলেন নন্দিনী', টুইট শুভেন্দুর


প্রসঙ্গত, কিছুদিন আগে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং (Canning)। উদ্ধার হল বন্দুক (Arms Recovered), তাজা বোমা (Bombs Recovered)। তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতির ছেলে-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। গোটা ঘটনায় সামনে চলে এল তৃণমূলের অঞ্চল সভাপতি ও যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বিবাদ।  স্থানীয় সূত্রে খবর, ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি এলাকার রাশ কাদের হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর বিবাদ চলছে। অভিযোগ, তার জেরে রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়।