আবদুল ওয়াহাব, উত্তর ২৪ পরগনা: কালীপুজোর রাতে (Kali Pujo 2022) তুবড়ি বাজি ফেটে মৃত্যু হল নবম শ্রেণীর এক ছাত্রের। ছাত্রের মৃত্যুতে দীপাবলির উৎসবের রাতে শোকের ছায়া নেমে এল পরিবার-সহ গোটা এলাকায়। পুজোর আগে এক কুইন্টালের বেশি বাজি বাজেয়াপ্ত-সহ দুজনকে গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ (Minakhan Police Station)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁর অবাদ মালঞ্চ মাঝেরপাড়ায় কালীপুজোর দিন রাতে এলাকার ছোটরা বাজি পুড়িয়ে আনন্দ করছিল। সেই সময় একটি তুবড়ি বাজিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই তুবড়িটা ফেটে যায়। তুবড়িতে আগুন লাগিয়েছিল ওই নবম শ্রেণীর ছাত্র। বোমের স্প্রিন্টারের মত বাজির টুকরো ঢুকে যায় তার গলায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। স্থানীয় ও পরিবারের লোকেরা তড়িঘড়ি মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মিনাখাঁ পুলিশ পুজোর আগে, এক কুইন্টালে বেশি বাজি বাজেয়াপ্ত করেছে এবং দুজনকে গ্রেফতারও করেছে। তারপরও লুকিয়ে চুরিয়ে চলছে অবৈধ বাজি বিক্রি। এই ঘটনায় পুলিশ ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বসিরহাট জেলা হাসপাতালে।
সম্প্রতি প্রচুর বাজি উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ । বাজি উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই। নিউটাউন থানা এলাকার জ্যোতিনগর থেকে এই বিপুল বাজি উদ্ধার হয়।প্রায় ২০০কেজি বাজি উদ্ধার করা হয়। পাশাপাশি সেপ্টেম্বরের শেষে, দুর্গা পুজোর আগে, নিষিদ্ধ বাজির রমরমা চোখে পড়তে শুরু করে। পুরুলিয়ায় লরি ভর্তি নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ। লরির চালককে গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে বিপুল পরিমাণ বাজি। ভিন্ রাজ্য থেকে এ রাজ্যে নিষিদ্ধ বাজি ঢুকছিল বলে জানা যায়। রাতে বাজি ভর্তি ওই লরিটিকে আটক করে পুরুলিয়ার সদর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে গাড়িটি ঢোকে পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের রাঁচি রোড এলাকায় নাকা চেকিং করার সময় সেটিকে আটক করা হয়।
আরও পড়ুন, দীপাবলির সাফাই অভিযান বদলে গেল উত্তেজনায়, গাইঘাটা পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার মানুষের কঙ্কাল
প্রসঙ্গত, দুর্গা পুজো হয়ে গিয়েছে। ইউনেস্কোর সম্মানের ফলে এ বছর প্রথম থেকেই পুজো নিয়ে প্রবল উৎসাহ-উদ্দীপনা ছিল। পয়লা সেপ্টেম্বরের মিছিল থেকে শুরু করে পুজো মিটিয়ে তারপর কার্নিভাল। সবকিছু সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রী। এবার আসছে আলোর উৎসব। কালীপুজো-দীপাবলি নিয়েও বার্তা দিয়েছেন তিনি। বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী । উত্তীর্ণতে বিজয়া সম্মিলনীর মঞ্চে তিনি বলেন, 'কালীপুজো, দীপাবলি, ছটপুজো আছে। প্রত্যেকটা উৎসবই সবার উৎসব। কালীপুজোটাও আপনাদের ভাল করে করতে হবে। বাজি রেস্ট্রিকশন করতে হবে। আমার একটা আচরণ আর একজনকে যেন দুঃখের মধ্যে না পড়তে হয়। সেটা দেখতে হবে।'