সমীরণ পাল, দেগঙ্গা: বিদ্যাধরী নদীর সুইচগেট ভেঙে বিপত্তি। প্লাবিত বিঘার পর বিঘার ধানের জমি। বেশ কয়েকটি বাড়িতেও ঢুকেছে জল। ঘর ছাড়া বহু পরিবার। প্লাবনের জেরে আতঙ্কিত দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাসিয়া এলাকার বাসিন্দারা। 


নদীর সুইচগেট ভেঙে বিপত্তি: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের বৃষ্টির জেরে বিদ্যাধরী নদীতে জলের স্রোত বেড়েছে। হাসিয়া এলাকায় জল যাওয়ার জন্য একটি সুইচগেট ছিল। নদীর জলের তোড়ে দুপুরে আচমকা বিদ্যাধরী নদী ওই সুইচগেট ভেঙে যায়। সুইচগেট ভাঙতেই বিপত্তি। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় কয়েক হাজার বিঘা ধানের জমি প্লাবিত হয়ে যায়। আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে গ্রামের মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলাম। তিনি ব্লক প্রশাসনকে খবর দেন।  ইতিমধ্যে দেগঙ্গার সহ কৃষি অধিকর্তা ও ব্লক প্রশাসনিক আধিকারিকরা এলাকা পরিদর্শনে গিয়েছেন। দ্রুত বিদ্যাধরী নদীর সুইচগেট যাতে মেরামত করা যায় সেই ব্যবস্থা নেবে প্রশাসন সূত্রে এমনটি জানা যায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসিয়া এলাকায় বিদ্যাধরী নদী পাড়ে ওই সুইচগেট দুর্বল হয়েছিল। যার ফলে এই বিপত্তি ঘটেছে। একদিকে নিম্নচাপের বৃষ্টিপাত অন্যদিকে বিদ্যাধরী নদীর জলের স্রোত বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা, যেভাবে  জলস্তর বেড়েছে সুইচবোর্ড মেরামত না করতে পারলে দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে।


ভারী বৃষ্টি জেরে জলমগ্ন হাসপাতাল: রাতভর বৃষ্টির (rain) জেরে জল থইথই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল (Malda Medical College and Hospital)। জরুরি বিভাগ (Emergency) থেকে শুরু করে একাধিক ওয়ার্ড ডুবল জলে। প্রবল সমস্যায় রোগী (patients) ও স্বাস্থ্য কর্মীরা (health workers)। ইংরেজবাজার পুরসভার (English Bazar Municipality) বেশ কয়েকটি ওয়ার্ডেও জল জমেছে। দ্রুত জল নামানোর ব্যবস্থা করা হচ্ছে, আশ্বাস ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের। দূরদূরান্ত থেকে, যেখানে অসুস্থ মানুষ চিকিৎসা করাতে আসেন, সেখানে এখন সাংঘাতিক অবস্থা। জল থই থই চারিদিক। মালদা মেডিক্যাল কলেজের, ইমার্জেন্সি থেকে শুরু করে, একাধিক ওয়ার্ডে জল থইথই করছে। নিম্নচাপের বৃষ্টিতে মঙ্গলবার রাত থেকেই জল জমতে শুরু করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। বুধবার সকালে জল ঢুকে যায় হাসপাতালের ভিতরেও। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন হাসপাতালের কর্মী থেকে রোগীর আত্মীয়রা।


আরও পড়ুন: Murshidabad News: বাড়ির শৌচালয় থেকে উদ্ধার শিশুর দেহ, নাতনিকে খুনের অভিযোগ ঠাকুমার বিরুদ্ধে