সমীরণ পাল, টাকি: রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে করোনা, ওমিক্রন সংক্রমণ। গতকাল থেকে বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। তা সত্ত্বেও অনেকের মধ্যেই সচেতনতা দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ওমিক্রন সতর্কতায় স্বাস্থ্যকর্মীদের নিয়ে মহামিছিল হল উত্তর ২৪ পরগনার টাকি রোডে। সাধারণ মানুষকে মাস্ক পরালেন প্রশাসনিক আধিকারিকরা।


কলকাতার পরে উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে, ওমিক্রনের দাপটও দেখা যাচ্ছে। সংক্রমণ মোকাবিলায় নতুন নির্দেশিকা জারি করেছে নবান্ন। গতকাল থেকে শুরু হয়েছে বিধিনিষেধ। সিনেমা হল, রেস্তোরাঁ, ধর্মীয় প্রতিষ্ঠানের মতো ক্ষেত্রে ৫০ শতাংশ মানুষের উপস্থিতির কথা বলা হয়েছে। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাস্ক ছাড়া কেউ রাস্তায় বেরোলে জরিমানা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই লক্ষ্যে গতকাল বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম পঞ্চায়েতের সমস্ত ভিআরপি, ভিসিডি ও আশাকর্মীদের নিয়ে টাকি রোডের উপরে সচেতনতা র‍্যালি আয়োজন করেন বারাসাত এক নম্বরের বিডিও সৌগত পাত্র, দত্তপুকুর থানার আইসি শুভব্রত ঘোষ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা।


কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে টাকি রোড ধরে জি এন আর সি হসপিটাল পর্যন্ত যাওয়া হয়। মাইকে প্রচার করে সাধারণ মানুষকে সচেতন করা হয়। কেউ মাক্স ছাড়া রাস্তায় বেরোলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দত্তপুকুর থানার আইসি শুভব্রত ঘোষ, বিডিও সৌগত পাত্র এবং বারাসাত পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান। তাঁরা টাকি রোডের পথচলতি গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিয়ে দেন।


প্রশাসনের আশা, এই সচেতনতা মিছিলের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা যাবে। সবাই যাতে বাড়ির বাইরে বেরোলে সবসময় মাস্ক পরে থাকেন এবং শারীরিক দূরত্ব বজায় রাখেন, সেটা নিশ্চিত করতে চাইছে প্রশাসন।