আবদুল ওয়াহাব, স্বরূপনগর (উত্তর ২৪ পরগনা): ফের প্রায় এক কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার হল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তের হাকিমপুরে। এই ঘটনায় এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ১২টি সোনার বিস্কুটের ওজন প্রায় এক কিলো ৪০০ গ্রাম। বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটগুলি স্বরূপনগরের তেঁতুলিয়ায় শুল্ক দফতরের হতে তুলে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকমাস ধরে স্বরূপনগর এবং বসিরহাট সীমান্তে প্রায়ই সোনা ও রুপো পাচার ব্যাপক হারে বেড়েছে। বেশ কয়েকবার পাচারকারীদের কাছ থেকে কয়েক কোটি টাকার সোনার বিস্কুট এবং রুপোর অলঙ্কার উদ্ধার করেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।
গতকাল বিএসএফ-এর ১১২ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে এক ব্যক্তিকে বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। বিএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় তাঁরা ওই ব্যক্তিকে আটক করে জেরা করতেই বাইকের মধ্যে থেকে ১২টি সোনার সোনার বিস্কুট উদ্ধার হয়। এরপরেই ওই ব্যক্তিকে আটক করা হয়।
কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তে উদ্ধার হয় কোটি টাকারও বেশি মূল্যের সোনার বিস্কুট। গ্রেফতার করা হয়েছে দুই ভারতীয় ট্রাক চালককে। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশ থেকে ট্রাকে করে পাচার হচ্ছিল সোনা। গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ থেকে আসা খালি ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাকটির কেবিন থেকে উদ্ধার হয় ১৬টি সোনার বিস্কুট। যার আন্তর্জাতিক বাজারমূল্য ১ কোটি ৭ লক্ষ টাকা। ট্রাক চালক কমল হাসান সরদার ও হেল্পার রাজ্জাক দালি নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
বিএসএফ-এর দাবি, ধৃতরা বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টায় ছিল। পাচারচক্রে আর কারা জড়িত, ধৃতদের কাছ থেকে তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।