সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ২০০ মিটার ব্যবধানে তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর মিটিং। পঞ্চায়েত ভোটের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করার এই মিটিং ঘিরে প্রকাশ্যে চলে এল দলের অন্দরের ফাটল। একে অপরের বিরুদ্ধে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ সরব হল দুই গোষ্ঠী। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।
রাজ্য়ের শাসক দলের দুই গোষ্ঠী। দুই সভা হল ২০০ মিটার ব্যবধানে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জেলা সফরের আগে তৃণমূলে অনৈক্যের ছবি স্পষ্ট হল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে।
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে ২ মাসের 'তৃণমূলে নব জোয়ার' যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ঘুরে শুনছেন মানুষের কথা। সেই কর্মসূচিতে, ১০ থেকে ১২ জুন উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) জেলায় আসবেন তিনি। তার আগে, মঙ্গলবার দত্তপুকুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ২টি সভা হয় তৃণমূলের। দুই সভারই উদ্দেশ্য পঞ্চায়েত ভোটের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করা।
একটি মিটিং হল দত্তপুকুর বুলবুল কমিউনিটি হলে। দত্তপুকুর স্টেট ব্যাংকের দোতালায় হল আর একটি মিটিং। বুলবুল কমিউনিটি হলের মিটিং-এর উদ্যোক্তা ছিলেন, দত্তপুকুর ২ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রঞ্জিত সাধুখাঁ। অন্য মিটিং-এ উপস্থিত ছিলেন দত্তপুকুর ২নম্বর পঞ্চায়েতের প্রধান সন্ধ্যা দত্ত, তাঁর স্বামী রাজু দত্ত, বারাসাত ১ পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা আরিফুজ্জামান সহ তৃণমূলের নেতা-নেত্রীরা।
একে অপরের বিরুদ্ধে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দলের দুই গোষ্ঠী। বারাসাত ১ পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা আরিফুজ্জামান বলছেন, দীর্ঘদিন ধরেই অঞ্চল সভাপতি ঠিকমতো তৃণমূল দলকে দেখাশোনা করতে পারছেন না। বয়সজনিত কারণে তিনি অথর্ব হয়ে পড়েছেন এবং কয়েকজন নেতাকে তিনি অনৈতিক কাজে সহায়তা করছেন অবিলম্বে সভাপতি বদল প্রয়োজন।
শাসক দলের এই কোন্দল নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। আমডাঙ্গা মণ্ডল ৩- এর বিজেপি সভাপতি জয়দেব পালের কথায়, এই অনৈক্যের সুবিধা তুলবে পঞ্চায়েত ভোটে। শুধু দুটি গোষ্ঠী নয় দত্তপুকুর তৃণমূল একাধিক গোষ্ঠীতে বিভক্ত এবং তারা নিজেরাই মারপিট করে ধ্বংস হয়ে যাবে।
কোন গোষ্ঠীর কথা শুনবেন, ফাঁপরে পড়েছেন তৃণমূলের নিচুতলার কর্মী ও সমর্থকরা। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের মুখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর ২৪ পরগনা সফরের আগে তীব্র অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।