সমীরণ পাল, ভাটপাড়া: উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ফের দুষ্কৃতী তাণ্ডব। প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর তৃণমূল নেতাকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ।


আজ সকাল পৌনে আটটা নাগাদ ঘটনাটি ঘটে ভাটপাড়ার মাদরাল এলাকায়। অভিযোগ, অসীম রায় নামে ওই তৃণমূল নেতাকে ঘিরে ধরে তিন দুষ্কৃতী। তারা এক রাউন্ড গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এরপর বন্দুকের বাঁট দিয়ে মারধর করে। তৃণমূল নেতার অভিযোগ, হামলার নেপথ্যে বিজেপির হাত রয়েছে। এ বিষয়ে গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরতে যাচ্ছিলেন ভাটপাড়া পুরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পর্যবেক্ষক অসীম রায়। আচমকাই দু’টি সাইকেলে হানা দেয় ৩ জন দুষ্কৃতী। তারা এসে তৃণমূল নেতাকে ঘিরে ধরে। তাঁকে লক্ষ্য করে চলে এক রাউন্ড গুলি। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় শুরু হয় বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর। আহত অবস্থায় এই তৃণমূল নেতাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত তৃণমূল নেতার অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে বিজেপি। 


তৃণমূল সূত্রে খবর, এখনও তালিকা চূড়ান্ত না হলেও আসন্ন পুরভোটে সাম্ভাব্য প্রার্থী তালিকায় নাম রয়েছে অসীম রায়ের। এই পরিস্থিতিতে মারধরের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 


ভাটপাড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান দেবপ্রসাদ সরকারের অভিযোগ, ‘অসীম রায় ওয়ার্ডে কাজ করছে। সম্ভাব্য প্রার্থী তালিকায় ওর নাম আছে। সেই কারণে বিজেপি হামলা চালিয়েছে।’


পাল্টা বিজেপি সাংসদ অর্জুন সিংহের দাবি, ‘ব্যারাকপুরে তৃণমূলের ৯টা গ্রুপ আছে। তৃণমূল বলছে, বিজেপি নেই। তাহলে হামলা করছে কী করে!’


অন্যদিকে, দলীয় কর্মীকে মারধরের অভিযোগে ব্যারাকপুর ২ নম্বর ব্লকের শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রেফতার হলেন তৃণমূল সদস্য। অভিযোগ, এক দলীয় কর্মীকে মঙ্গলবার মারধর করেন তৃণমূল সদস্য আখের আলি মণ্ডল। আহত তৃণমূল কর্মী হাসপাতালে চিকিত্সাধীন। যদিও যাবতীয় অভিযোগই অস্বীকার করেছেন ধৃত আখের আলি মণ্ডল।