উত্তর ২৪ পরগনা: ভৌগলিক অবস্থান (North 24 Parganas Geographical Situation): কলকাতা সংলগ্ন জেলা উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। জেলার একাংশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। ওপারে হুগলি জেলা (Hooghly)। জেলার আরেকদিক যশোর রোড (Jessore Road) হয়ে বাংলাদেশ (Bangladesh) সীমান্ত পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে এই জেলা অবস্থিত। এই জেলা উত্তর ও পূর্বে বাংলাদেশ এবং উত্তরে নদীয়া জেলা দ্বারা পরিবেষ্টিত। দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতা দক্ষিণে অবস্থিত। পশ্চিমে হাওড়া, হুগলি ও কলকাতা অবস্থিত।
গতকাল ২৪ এপ্রিল উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫১ শতাংশের আশেপাশে। বিকেলে আপেক্ষিক আর্দ্রতা ২ শতাংশের আশেপাশে।
আজ ২৫ এপ্রিল উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫০ শতাংশের আশেপাশে। বিকেলে আপেক্ষিক আর্দ্রতা ২ শতাংশের আশেপাশে।
আবহাওয়ার আপডেট: আজও রাজ্যজুড়ে স্বস্তির বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি, বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায়, বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। এর থেকে তৈরি বজ্রগর্ভ মেঘের জন্যেই এই বৃষ্টি। বৈশাখী বৃষ্টিতে কলকাতায় একধাক্কায় অনেকটাই নেমেছে পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, দহনজ্বালা থেকে নিস্তার ক্ষণস্থায়ী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কাল থেকেই তাপমাত্রা বাড়বে। শনি ও রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ফের পারদ উঠতে পারে ৩৮-৩৯ ডিগ্রিতে। তবে শুক্র-শনিবারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: Howrah Weather Update: হালকা বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, কেমন থাকবে আবহাওয়া?