সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হলেন বাংলার ঢাকি গোকুলচন্দ্র দাস। উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের বিধান পল্লির বাড়িতে খুশির হাওয়া। বাবা মতিলালচন্দ্র দাস ছিলেন বিখ্যাত ঢাকি। চার বছর বাবার কাছেই ঢাকের বোলে হাতেখড়ি হয় গোকুলচন্দ্রের। বিভিন্ন বাদ্যযন্ত্রের ওপর দখল রয়েছে মছলন্দপুরের অখ্যাত গ্রামের এই ঢাকির।
২০০৪ সালে একটি প্রতিযোগিতায় গোকুলচন্দ্রের হাতে ‘ঢাকি সম্রাট’ পুরস্কার তুলে দেন বিখ্যাত তবলা বাদক তন্ময় বসু। তন্ময়ের ওয়ার্ল্ড ক্ল্যাসিক্যাল ব্যান্ডে ঢাক বাজিয়েছিলেন গোকুল। এরপর থেকে শুধুই উত্থান। বিশ্বের বিভিন্ন দেশে ঢাক বাজিয়েছেন গোকুলচন্দ্র। কাজ করেছেন পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ হুসেন থেকে শুরু করে বহু নামজাদা শিল্পীর সঙ্গে। ৫৭ বছরের গোকুলচন্দ্র লিঙ্গভেদ মুছে ফেলে ঢাক বাজানোয় প্রশিক্ষণ দিয়েছেন মহিলাদের। এতদিন সেভাবে সম্মান পাননি, তাই পদ্ম-প্রাপ্তিতে খুশি বাংলার ঢাকি গোকুলচন্দ্র দাসের পরিবার। এ বিষয়ে পরিবারের সাথে কথা বললে জানা যায় তারা অত্যন্ত খুশি। এই পদ্মশ্রী পুরস্কার তার প্রাপ্য ছিল বলেই দাবি গোকুল বাবুর স্ত্রী মায়া দেবীর। বলেন, 'ছেলেরা অনুষ্ঠানের জন্য বাড়িতে নেই। গোকুলবাবু দিল্লিতে রয়েছেন। তিনি ফিরলেই আসল উৎসব হবে।'
চলতি বছরে মোট ১৩৯ জনকে পদ্মসম্মানে ভূষিত করছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে পদ্মশ্রী পাচ্ছেন বাংলার ৯ জন। তালিকায় রয়েছেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং, নৃত্যশিল্পী মমতাশঙ্কর, সরোদিয়া পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার থেকে SBI-র প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য। বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজকেও পদ্মশ্রী দিচ্ছে মোদি সরকার। রীতি মেনে প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ২০২৫ সালে মোট ১৩৯ জনকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে, যার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন।১৯ জন পাচ্ছেন পদ্মভূষণ সম্মান।
পদ্মশ্রী দেওয়া হচ্ছে ১১৩ জনকে, যার মধ্যে বাংলা থেকে জায়গা পেলেন ৯ জন। পদ্মশ্রী প্রাপকের তালিকায় বলিউড কাঁপানো গায়ক, বাংলার ঘরের ছেলে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের । অরিজিৎ সিংহ থেকে ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার প্রধান কার্তিক মহারাজ। বাংলার পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন মমতাশঙ্কর। সরোদিয়া পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। ঢাকি গোকুলচন্দ্র দাস । সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়। শিল্পপতি পবন গোয়েঙ্কা। শিল্পপতি সজ্জন ভজনকর।এবং SBI-র প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য।
আরও পড়ুন, ফের মিলেছে পায়ের ছাপ ! কোন এলাকার দিকে এগিয়ে চলেছে বাঘ ?
যাকে এক দশক আগে, ২০১৫ সালে ‘সেরার সেরা বাঙালি’ সম্মানে ভূষিত করেছিল এবিপি আনন্দ। একসময় মুর্শিদাবাদের জল-হাওয়া গায়ে মেখে বলিউডে পা রেখেছিলেন অরিজিৎ সিংহ।তারপরের জার্নিটা অনেকটা এলাম-দেখলাম-জয় করলাম গোছের।জিয়াগঞ্জের মেঠো ছেলেটা মুম্বইয়ের শিল্পী মহলে খ্যাতি আদায় করে নিলেও, আজও পা রেখে চলেন মাটিতেই।আর তাইতো যে অরিজিতের গলায় শোনা যায় 'রং দে তু মোহে গেরুয়া'সেই শিল্পীই আবার গর্জে ওঠেন আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে। বাংলা থেকে বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করা সেই অরিজিৎ সিংহ এবার পেতে চলেছেন পদ্মশ্রী সম্মান।পদ্ম পুরস্কার পাচ্ছেন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ।বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান তিনি।চব্বিশের লোকসভা ভোটের মুখে, যাকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।