সমীরণ পাল, বাদুড়িয়া: পঞ্চায়েত (Panchayat Poll) ভোটের আগে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় আম আদমি পার্টির (AAP) পোস্টার ঘিরে জল্পনা। তবে কি গ্রামবাংলার ভোটে ঝাঁপাবে কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল? এই ইস্যুতে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। গুরুত্ব দিতে নারাজ বিজেপিও।
বাদুড়িয়ায় আম আদমি পার্টির পোস্টার ঘিরে জল্পনা: চলতি বছরের গোড়ার দিকে পাঞ্জাব বিধানসভার নির্বাচনে জিতে সবাইকে চমকে দিয়েছিল আম আদমি পার্টি। এবার কি বাংলার পঞ্চায়েত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল? সেই সম্ভাবনাই উস্কে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় নজরে পড়ছে আম আদমি পার্টির নামে দেওয়া এইসব পোস্টার। পোস্টারের ওপরে লেখা আম আদমি পার্টি। মাঝে কেজরিওয়ালের দলের প্রতীক ঝাড়ু। আর নিচে স্লোগান, স্বচ্ছ রাজনীতি, উন্নত জীবন। বাদুড়িয়ার আঁটুরিয়া পঞ্চায়েতের কাটিয়াহাট এলাকায় বাজার ছেয়ে গিয়েছে এই ধরনের পোস্টারে।
পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা: বাদুড়িয়ার আপের পোস্টার ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর। বিক্ষুব্ধ তৃণমূল পোস্টার দিয়েছে বলে মন্তব্য বিজেপির। বিরোধীদের পাল্টা নিশানা তৃণমূলের। এর আগে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা গিয়েছে আপের পোস্টার। কোথাও কোথাও সদস্য সংগ্রহের কাজও শুরু করেছে আম আদমি পার্টি। প্রশাসন সূত্রে খবর, সামনের বছরের ফেব্রুয়ারি বা এপ্রিলে পঞ্চায়েত ভোট হতে পারে। তার আগে বাদুড়িয়ায় সরগরম আম আদমি পার্টির পোস্টারে।
আম আদমি পার্টি রাজ্য দফতর: দিল্লির পর, এবছর কংগ্রেসের হাত থেকে পাঞ্জাব ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। বিজেপি এবং কংগ্রেস ছাড়া আম আদমি পার্টিই একমাত্র দল, যারা এখন একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে। চলতি বছর মার্চ মাসে পাঞ্জাবে ভাল ফল করেছে আম আদমি পার্টি। নিজেদের এই বিজয়রথ শুধু দিল্লি, পাঞ্জাবেই নয়, ধীরে ধীরে গোটা দেশেই ছড়িয়ে দিতে চাইছে কেজরিওয়ালের দল। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তারা লড়াই করবে বলে আগেই জানিয়েছিল আপ নেতৃত্ব। পঞ্চায়েত ভোটের আগে গত সেপ্টেম্বর মাসে কলকাতায় আম আদমি পার্টির (Aam Aadmi Party) রাজ্য দফতরের উদ্বোধন হয়। কসবার হালতুর কাছে দক্ষিণ পূর্বাচলে অফিসের উদ্বোধন করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আপ নেতা সঞ্জয় বসু।