সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজ্যে ডেঙ্গি (Dengue) সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। চলতি বছরে আক্রান্ত প্রায় ১০ হাজার ছুঁইছুঁই। পরিস্থিতি যখন এতটাই উদ্বেগজনক, মধ্যমগ্রাম ও নিউ ব্যারাকপুর পুর এলাকায় দেখা গেল অপরিচ্ছন্নতার ছবি। বাসিন্দাদের ক্ষোভকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। পরিস্থিতির দিকে নজর রয়েছে, দাবি ২ পুরসভার চেয়ারম্যানের।


সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা: ৯ হাজার ৯৯৩, এটা চলতি বছরে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি যখন এতটাই উদ্বেগজনক, তখন জেলার ২ পুরসভা এলাকায় ধরা পড়ল আবর্জনা ছবি। মধ্যমগ্রাম পুর এলাকার রাস্তার দু’পাশে আবর্জনার স্তুপ। অন্যদিকে, নিউ ব্যারাকপুর পুরসভার মাঝ বরাবর যাওয়া নোয়াই খালের জলে ভাসছে আবর্জনা। বাসিন্দাদের দাবি দুর্গন্ধে টেকা দায়। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ এক সপ্তাহেই সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৬ জন।


জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৩ নভেম্বর পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভায় আক্রান্ত হয়েছেন ১০০ জন। যেখানে, গত বছর সংখ্যাটা ছিল ৫৪। অন্যদিকে, নিউ ব্যারাকপুর পুর এলাকায় ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৯ জন। গতবছর এই সংখ্যাটা ছিল ১০। তারপরেও এত উদাসীনতা? ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। যদিও, ২ পুরসভার চেয়ারম্যানের দাবি, পরিস্থিতির দিকে নজর রয়েছে তাঁদের। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষের দাবি, “নোংরা আবর্জনা জল জমে রয়েছে তা পৌরসভার পক্ষ থেকে সংস্কার করে নোংরা জল সরিয়ে নেওয়া হবে।’’


রাজ্যের যে ১২টি পুরসভা সবচেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে, তার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার ৩টি পুরসভা। ব্যারাকপুরে চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ২৮ জন। একসপ্তাহে আক্রান্ত বেড়েছে ৪০৮।দক্ষিণ দমদম পুরসভায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে ১৩২ জন। সেখানে মোট আক্রান্ত ৭৫৯জন। ডেঙ্গিতে উদ্বেগজনক পরিস্থিতি কামারহাটি পুর এলাকাতেও। উৎকণ্ঠা বাড়াচ্ছে রাজারহাট ও দেগঙ্গা ব্লকও। প্রশ্ন উঠছে, তারপরেও কেন উঠছে প্রশাসনিক উদাসীনচার অভিযোগ? তার মূল্য চোকাবে কে?


আরও পড়ুন: Baghajatin News: বাঘাযতীনে মহিলাকে শ্লীলতাহানি, এবিপি আনন্দের খবরের জেরে গ্রেফতার অভিযুক্ত