সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : তৃণমূলের ( TMC ) বিবাদ মেটাতে গিয়ে বসিরহাটে ( Basirhat ) গুলিবিদ্ধ কনস্টেবল। শাসক-নেতার ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। নেতা সহ গ্রেফতার ৪১। তৃণমূলের বিবাদে বসিরহাটে ধুন্ধুমার বেঁধে যায়। ব্লক সভাপতির অপসারণের দাবিতে রাস্তা অবরোধ করে শুরু হয়ে যায় বিক্ষোভ ( Agitation ) । নির্দোষদের গ্রেফতারির অভিযোগে থানায় বিক্ষোভ চলছে। বিক্ষোভ থামাতে লাঠিচার্জ করে পুলিশে । 


বসিরহাট দণ্ডিরহাটে টাকি রোড অবরোধ


গুলিকাণ্ডের জেরে ব্লক সভাপতির অপসারণ চেয়ে বসিরহাট দণ্ডিরহাটে টাকি রোড অবরোধ করে তৃণমূলেরই একাংশ। অন্যদিকে আবার যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা  নির্দোষ দাবি করে,  বসিরহাট থানার সামনে মহিলারা পাল্টা বিক্ষোভ দেখান। লাঠিচার্জ করে বিক্ষোভ হঠায় পুলিশ।


বুলবুলকে লক্ষ্য করে গুলি


ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাকচূড়া বাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর,  উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য ও তৃণমূল নেতা শাহানুর মণ্ডলের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা সিরাজুল বেশের দীর্ঘদিনের বিবাদ চলে আসছে। অভিযোগ, সোমবারই দু’পক্ষের বিবাদ চলাকালীন শাহানুর ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি আসরাফুল জামান বুলবুলকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল নেতা সিরাজুল বেশের ছেলে ওবায়দুল। বিবাদ মেটাতে গিয়ে বসিরহাট থানার কনস্টেবল প্রভাত সরকারের পিঠে গুলি লাগে। বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মী। রাতে পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ নামানো হয়। 


বসিরহাট থানার কনস্টেবল প্রভাত সরকারের পিঠে গুলি লাগে। বারাসাত নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন ওই পুলিশ কর্মী। ঘটনায় তৃণমূল নেতা-সহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। ধৃত সিরাজুল ইসলাম বেশে নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বসিরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নজরুল হকের ঘনিষ্ঠ।