সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এগরার বেআইনি (Egra Incident) বাজি কারখানা বিস্ফোরণের পর নিষিদ্ধ শব্দবাজি (Banned Cracker) নিষ্ক্রিয় করতে তৎপর বনগাঁ থানার পুলিশও (Bangaon Police)। বৃহস্পতিবার বিকেলে ২ কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করে তারা।
কী ঘটল?
বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত ওই নিষিদ্ধ শব্দবাজি বৃহস্পতিবার বিকেলে বনগাঁ পুর এলকার ইছামতী নদীর তিরে আপনজন ঘাটে সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড ও দমকল বাহিনীর উপস্থিতিতে নিষ্ক্রিয় করা হয়। সূত্রের খবর, সারা বছর ধরে বিভিন্ন সময়ে শব্দবাজি আইন মেনে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে সেগুলিই নিষ্ক্রিয় করা হয় উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুলিশের তরফে। গত ১৬ মে, এগরার খাদিকুল গ্রামে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তার পর থেকে বাজি নিয়ে প্রশাসনের তৎপরতা তুঙ্গে। যেমন দিনতিনেক আগেই কৃষ্ণনগর থেকে উদ্ধার হয়েছিল আড়াই কুইন্টাল বাজি। পুলিশ এবং প্রশাসনের নাকের ডকায় একটি গুদামে মজুত করে রাখা ছিল সেগুলি। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ।
বাজি উদ্ধার চলছে...
গত সোমবার রাজে গোপন সূত্রে ওই গুদামে বাজি মজুত থাকার খবর এসেছিল। তার পর ওই রাতেই গুদামে হানা দেয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। তাতেই উদ্ধার হয় আড়াই কুইন্টাল বাজি। সেগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়। তার পর ভিজিয়ে দেওয়া হয় জলে। তবে শুধু কৃষ্ণনগরই নয়, গত সপ্তাহখানেক ধরে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, উত্তর ২৪ পরগনা থেকেও বিপুল পরিমাণ বাজি উদ্ধার হচেছে । দত্তপুকুর, বেলঘরিয়া এবং রহড়া থেকেও উদ্ধার হয় বিপুল পরিমাণ বেআইনি বাজি। গত সোমবার দত্তপুকুরের নীলগঞ্জ, সাইবোনা, বেড়ি নারায়ণপুকুরে একাধিক গুদামে তল্লাশি চালিয়ে ১০ টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ। বেআইনি বাজি মজুতের অভিযোগে জাকির হোসেনকে নামে একজনকে গ্রেফতার করা হয়। গুদামের মালিক পলাতক। আবার একই দিনে বেলঘরিয়ার বিবেকানন্দ নগর থেকেও ৩০০ কেজি বেআইনি বাজি উদ্ধার করে বেলঘরিয়া থানার পুলিশ। বাজি ব্যবসায়ী টিঙ্কু মজুমদারকে গ্রেফতার করা হয়। এর পর রহড়ার বলাগড় রায়পাড়াতেও অভিযান চালায় পুলিশ। প্রায় ৫০০ কেজি বেআইনি বাজি উদ্ধারের পাশাপাশি, সাহেব রায় নামে এক বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গত ১৬ মে, এগরাকাণ্ডের পর থেকেই জেলায় জেলায় বেআইনি বাজি উদ্ধারে পুলিশি তৎপরতা চরমে।
আরও পড়ুন:শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?