কলকাতা: রাত পেরোলেই তৃণমূলের ২১ জুলাই। প্রস্তুতি তুঙ্গে। আর এমনই এক সময়ে আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের পথে অভয়া মঞ্চ। সোদপুরে অভয়া মঞ্চের ডাকে মশাল মিছিল। 

Continues below advertisement

আরও পড়ুন, 'সিপিএমের আমলে কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হত না...', একুশের আগের রাতে বিস্ফোরক মমতা

Continues below advertisement

সম্প্রতি আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই। আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের আইনজীবীও নিহত চিকিৎসকের মা-বাবার  'ক্রাইম সিনে' যাওয়ার আবেদনের বিরোধিতা করেন।

তখন পরিবারের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেন, আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার? কী হয়েছিল বুঝতে আমরা ঘটনাস্থলের টপোগ্রাফি জানতে চাই। আমরা সেমিনার রুমে প্রবেশ করতে চাই না। ক্রাইম সিনের কাছেও যেতে চাই না। অভিযোগকারী তাঁর মেয়েকে হারিয়েছেন। তদন্তে গাফিলতি না থাকলে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের হাত থেকে এই মামলা CBI-কে দিত না। 

সিবিআইয়ের আইনজীবী পার্থ সারথি দত্ত জানান, এ বিষয়ে তাঁদের কোনও আপত্তি নেই। আর জি কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের বাবা বলেন, রাজ্য সরকার এবং CBI একসাথে প্যাক্ট হয়ে গেছে। দশ মাস ধরে CBI কিছু করেনি। সেন্ট্রাল ফরেন যে রিপোর্টগুলো এসেছে সেটাও ভালো করে পড়েনি। ক্রাইম সিন সম্পর্কে cfsl যে প্রশ্নগুলো তুলেছে, সেটাই দেখতে যাবার দরকার আমাদের। সিবিআই কিছু করবে না যা করার আমাদেরকেই করতে হবে। সিবিআই কে আমরা আদালতেই বুঝে নেব। আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, আদালত অনুমতি দিলে নিহত চিকিৎসকের মা-বাবাকে ক্রাইম সিনে নিয়ে যেতে তাঁদের কোনও আপত্তি নেই। 

 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)