সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আইএসএফ-এর উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক। রাজ্য কমিটির ও সদস্য। তবে রাজনৈতিক সত্তার পাশাপাশি দীর্ঘদিন ধরেই সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত অশোকনগর এর বাসিন্দা তাপস বন্দ্যোপাধ্যায়। হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থার প্রাণপুরুষ তিনি। দীর্ঘদিন ধরেই আদিবাসী ও উপজাতিদের নিয়ে সাংস্কৃতিক চর্চা করে থাকেন। শুধু এ দেশে নয় বাংলাদেশেও বিভিন্ন সময়ে নাটক পরিচালনা অভিনয় করেছেন। কামদুনি কাণ্ডের পরে প্রথম 'শিকারী' নামে একটি নাটক রচনা করেন। অভিনয় করেন বিভিন্ন জায়গায়। এবারে আরজিকর কাণ্ডের পরে সেই শিকারী নাটকটিকে পুনরায় রচনা করেছেন তিনি।


শুধু রচনাই নয় তিনি অভিনয়ও করছেন। নাটক নির্দেশনায় রয়েছেন মন্দিরা সিং নামে একজন আদিবাসী যুবতী। ইতিমধ্যেই নাটকের মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায়। পরপর শো হচ্ছে কলকাতা সহ বিভিন্ন শহরে। নাটক প্রসঙ্গে তাপস বাবু জানান তিনি তার রাজনৈতিক অবস্থানকে দৃঢ় করবার জন্য নাটক করেননি, বরাবরই তিনি নাটক প্রেমী এবং নাট্য চর্চা করে আসছেন দীর্ঘদিন ধরে। রাজ্যের যা অবস্থা তার প্রতিবাদ জানাতেই তার নাটকের শো। পাশাপাশি শাসকদলের রাজনৈতিক নেতাদের নাট্যচর্চা গান গাওয়া নিয়ে ব্যঙ্গ করতেও ছাড়েননি তাপস বন্দ্যোপাধ্যায়।


নাম না করেও তাঁর লক্ষ্য যে অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, তা বুঝতে বাকি থাকে না। দেগঙ্গা নাগেরবাজার শ্যামবাজার সহ বিভিন্ন জায়গায় নাটকটি মঞ্চস্থ হয়েছে। তাপস বন্দ্যোপাধ্যায় সাফ জানান, গত ৪০ বছর ধরে তিনি সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত। নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার সিন্ডিকেট রাজ করা হয়েছে  প্রতিবাদ।


প্রসঙ্গত, 'শর্ত' বেঁধে জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক সরকারের । মুখ্যমন্ত্রী সঙ্গে ফোনে কথা বলার পর, জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের। সোমবার বিকেল ৫ টায় নবান্নের সভাঘরে বৈঠকের ডাক। বৈঠকের কথা জানিয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের। নবান্নের সভাঘরে বৈঠকে ১০ জন জুনিয়র ডাক্তারকে ডাক দিয়েছেন মুখ্যসচিব।


আরও পড়ুন, কালীপুজোর আগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ? আগামীকাল সতর্কতার আওতায় কোন কোন জেলা ?


আলোচনায় বসতে হলে আগে প্রত্যাহার করতে হবে অনশন'। অনশন প্রত্যাহার করে সোমবার নবান্ন সভাঘরে বৈঠকের 'শর্ত'। 'সোমবার বিকেল ৫টায় বৈঠক, আসতে হবে বিকেল সাড়ে ৪টায়', কতক্ষণের বৈঠক, নির্দিষ্ট করে জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের, বৈঠক হবে ৪৫ মিনিটের, জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথার পরে অনশনকারীদের কড়া বার্তা সরকারের । সোমবার বিকেলে জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারির পরদিনই অনশন মঞ্চে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।