সমীরণ পাল, কামারহাটি: এবিপি আনন্দের খবরের জেরে উত্তর ২৪ পরগনার কামারহাটির (Kamarhati) বটতলা ঘাটে বন্ধ হয়েছিল অবৈধভাবে বালি তোলা। ৮ মাস পর ফের সেখানে শুরু হয়েছে অবৈধ বালি খনন। পুলিশি ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কামারহাটির পুরপ্রধান। ঘটনায় শাসক দলকে নিশানা করেছে বিজেপি। (BJP)


ফের অবৈধ কারবার শুরু গঙ্গার ঘাটে: গঙ্গার ঘাট থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। সেই বালি রাখা হচ্ছে গঙ্গার ঘাটের পাশেই। উত্তর ২৪ পরগনার কামারহাটির বটতলা ঘাটে প্রকাশ্য় দিবালোকে রমরমিয়ে চলছে বেআইনি কারবার। গত বছরের ডিসেম্বরে অবৈধ কারবারের পর্দাফাঁস করে এবিপি আনন্দ। তারপরে বন্ধ ছিল বেআইনি কারবার। কিন্তু, আবার যে কে সেই। ৮ মাস পর ফের শুরু হয়েছে অবৈধ খনন। কয়েক মাস যেতে না যেতেই গঙ্গা থেকে অবাধে বালি তোলা শুরু হয়েছে কামারহাটির বটতলা ঘাটে। একেবারে প্রকাশ্য দিবালোকে বালি তোলা হচ্ছে দেখা যাচ্ছে। কামারহাটির এক শ্রমিক বলেন, “সপ্তাহ খানেক বালি তোলা হচ্ছে। আমরা শ্রমিক জানি না পুলিশ আসে কিনা। বালতি আছে ভাটার সময় তোলা হয় বালি। কোথায় যায় এখন লরি করে নিয়ে যায়।’’                            

গঙ্গাবক্ষ থেকে অবাধে চুরি হয়ে যাচ্ছে বালি। পুলিশকে ব্য়বস্থা নিতে নির্দেশ দেওয়র আশ্বাস দিয়েছেন কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা। তিনি বলেন,“আমার এখনও জানা নেই এখান থেকে বালি তুলতে পারে কিনা। পুরসভা তো অনুমতি দেয় না। কারা দিচ্ছে সেটা আমার জানা নেই। পুলিশ যখন বন্ধ করেছে। পুলিশকেই দেখতে হবে। পুলিশকে বলব আমি এখন।’’এনিয়ে শাসক দলকে নিশানা করতে ছাড়়েনি বিজেপি। যুব মোর্চার সদস্য জয় সাহা বলেন, “কামারহাটিতে বালি চুরি নতুন কিছু নয়। আগেও হয়েছে। এই চক্রের সঙ্গে সরকারি আধিকারিক, নেতা সকলেই যুক্ত। যেই জেলায় মন্ত্রী এই ব্য়বসা করেন সেখানে অন্য় নেতারা করবেন না কেন। এই সরকারের আমলে চুরি দুর্নীতিতে এগিয়ে বাংলা।’’ গত বছর ডিসেম্বরে এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হওয়ার পর পুলিশি তৎপরতায় বন্ধ হয়েছিল অবাধে বালি তোলা। কিন্ত, ফের অবৈধ বালি তোলা শুরু হওয়ায় প্রশ্ন উঠছে পুলিশি নজরদারি নিয়ে।              


আরও পড়ুন: North 24 Parganas Weather: কখনও রোদ, কখনও বৃষ্টি, দিনভর কেমন থাকবে উত্তর ২৪ পরগনার আবহাওয়া?