উত্তর ২৪ পরগনা: তৃণমূল নেতা শঙ্কর সর্দারকে গ্রেফতারের দাবি, ফের বিক্ষোভের আগুন বেড়মজুরে (Bermajur Violence) ।তৃণমূল নেতা শঙ্কর সর্দারকে গ্রেফতারের দাবি স্থানীয় মহিলাদের। শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর স্থানীয়দের। এলাকায় আদিবাসীদের জমি দখলের অভিযোগ তৃণমূল নেতা শঙ্কর সর্দারের বিরুদ্ধে (Shankar Sardar)।


অজিত মাইতি, হলধরের পর গ্রামবাসীদের রোষানলে বেড়মজুরের আরও এক তৃণমূল নেতা শঙ্কর সর্দার। আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে এসপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এর আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দার আদিবাসী বর্গাদারদের জমির নকল দলিল বানিয়ে তা বিক্রি করে দেন, এই অভিযোগে ঝাঁটা, লাঠি, জুতো হাতে নিয়ে মহিলারা গিয়ে পৌঁছন তৃণমূল নেতা শঙ্কর সর্দারের বাড়িতে। তারপরই শুরু হয় ভাঙচুর। 


মূলত শেখ সিরাজউদ্দিন, অজিত মাইতির সঙ্গে মিলে আদিবাসীদের জমি-জায়গা কেড়ে নেওয়া থেকে শুরু করে জব কার্ডের টাকা না দেওয়ার মতো ভুরিভুরি অভিযোগ রয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বিরুদ্ধে। প্রতিবাদ করায় খুনের হুমকি দেওয়া হয়। আমাদের ভোটও কেড়ে নিয়েছে শঙ্কর সর্দার, অভিযোগ গ্রামবাসীদের। মিথ্যা অভিযোগ, এর পিছনে চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবার। আইন হাতে তুলে নেবেন না, উত্তেজিত জনতার কাছে আবেদন জানায় পুলিশ। পাল্টা পুলিশের বিরুদ্ধে তৃণমূল নেতাকে বাঁচানোর অভিযোগ করেছেন গ্রামবাসীরা।  


বেড়মজুরে গত ৩ দিন ধরে যে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাতে যেমন শেখ সিরাজউদ্দিন ও অজিত মাইতির নাম উঠে এসেছে, তেমনই উঠে এসেছে আরও একটি নাম, শঙ্কর সর্দার।  শেখ সিরাজউদ্দিন, অজিত মাইতির পর এবার পালা শঙ্কর সর্দারের। এখানকার মানুষ বলেছেন, আদিবাসীদের যে সমস্ত জমি জায়গা ছিল, সেই সমস্ত জমি জায়গা কিন্তু, কার্যত কেড়ে নিয়ে বেনামে বিক্রি করে দেওয়া হয়েছে। তাই শঙ্করের বিরুদ্ধে শাস্তি, কলাগাছি নদীর পাশে পোলপাড়া। ক্ষোভের আগুন বেরিয়ে আসছে ক্রমশ। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে সংযোজন,  'রাস্তায় বেরিয়ে আসব না? প্রশাসন কী করছে? আমাদের কোনও ভরসা নেই। আজকে আমরা দিদিকে যে আসনে বসিয়েছি, আদিবাসী সম্প্রদায়, সেই দিদি বুঝতে পারছে না? যে আমাদের কী অবস্থায় আছি? জমি জায়গা কেড়ে নিয়েছে। পুলিশ সব জানে। পুলিশ কাজ করবে না।' 


আরও পড়ুন, শুভেন্দুর বিরুদ্ধে FIR দায়ের করতে চায় রাজ্য


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)