আবির দত্ত, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Incident) নাটকীয় মোড়। জামিন পেতেই ফের আটক বিজেপি নেতা বিকাশ সিংহ (Bikash Singh Arrested Again)। বসিরহাট কোর্ট চত্বরে (Basirhat Court) তুলকালাম পরিস্থিতি।
জামিন পেয়েই ফের গ্রেফতার বিকাশ সিংহ
সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হন বিজেপি নেতা বিকাশ সিংহ। আজ, সোমবার, জামিন পেয়ে আদালত থেকে বের হতেই ফের তাঁকে গ্রেফতার করে পুলিশ। যে গাড়িতে তিনি ওঠেন সেই গাড়ি আটকানোর চেষ্টা করে পুলিশ। গাড়ির ভিতরে ছিল কেন্দ্রীয় বাহিনীও। গাড়ির সামনে পুলিশ। তৈরি হয় ধস্তাধস্তির পরিবেশ, হয় ধাক্কাধাক্কি। আড়াআড়িভাবে রাস্তায় পুলিশের দুটো গাড়ি আটকে দেয় বিকাশ সিংহের গাড়ি। সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিবেশের। 'তৃণমূলের দালাল পুলিশ', মুহুর্মুহু স্লোগান উঠতে থাকে বিজেপি কর্মীদের মধ্যে থেকে। গ্রেফতারি আটকানোর চেষ্টা চলতে থাকে বিজেপির কর্মীদের তরফে।
এদিন চাপে পড়ে জামিনে মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হন উত্তম সর্দার। বসিরহাট কোর্ট থেকে জামিনে ছাড়া পাওয়ার পরেই গ্রেফতার হন উত্তম। জামিন পেয়ে বাইরে বেরোতেই বিজেপি নেতা বিকাশও গ্রেফতার হন। কোর্ট চত্বরেই কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে বিকাশকে ছিনিয়ে নেয় পুলিশ। বিজেপি নেতা বিকাশ সিংহের গ্রেফতারির প্রতিবাদে বসিরহাটে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। খারিজ জামিনের আর্জি, ফের পুলিশ হেফাজতে নিরাপদ সর্দার।
আরও পড়ুন: TMC Leader Rearrest:জামিনে মুক্তির কিছুক্ষণের মধ্যেই ফের গ্রেফতার শাহজাহান-ঘনিষ্ঠ উত্তম সর্দার
গতকাল, রবিবার, বিকাশ সিংহ গ্রেফতার হওয়ার পর কী বলেছিলেন তাঁর স্ত্রী? বিজেপি নেতার স্ত্রীয়ের দাবি ছিল, 'বিজেপি করার জন্যই আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালি থানার উল্টোদিকেই আমাদের বাড়ি, দোকান। তাই আমার স্বামী তো ঘটনাস্থলেই থাকবেন।' বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রের আহ্বায়ক বিকাশ সিংহকে বুধবারের গন্ডগোলের ঘটনায় পুলিশ গ্রেফতার করায় এমনই প্রতিক্রিয়া তাঁর স্ত্রী স্বপ্না সিংহর।
অন্যদিকে, আদালতে শুনানি চলাকালীনও পৌঁছল না কেস ডায়েরি। সন্দেশখালিকাণ্ডে গ্রেফতারি নিয়ে পুলিশ ও আইও-কে তুলোধনা করে বসিরহাট মহকুমা আদালত। এদিকে, নিরাপদ সর্দারের গ্রেফতারি নিয়ে আদালতে চাঞ্চল্যকর দাবি করলেন তাঁর আইনজীবী। অন্যদিকে সোমবার রাজ্যপাল সন্দেশখালিতে পা রাখতেই, অভিযোগের পাহাড় নিয়ে তাঁর কাছে ছুটে যান স্থানীয় মহিলারা। রাজ্যপালকে সামনে পেয়ে কেউ পা ধরে বাঁচার কাতর আর্তি জানালেন, কেউ ভেঙে পড়লেন কান্নায়। কঠোর ব্যবস্থা নেবেন বলে তাঁদের আশ্বস্তও করেন সিভি আনন্দ বোস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।