সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের সৌগত রায়ের (Sougata Roy) গলায় হুমকির সুর। "আমাদের নামে অনেকে কুৎসা করছেন, বন্ধ করুন", উত্তর ২৪ পরগনার রহড়া বাজারে খড়দা বিবেক মঞ্চের অনুষ্ঠানে নাম না করে বিরোধীদের কার্যত হুমকি দেন তৃণমূল (TMC) সাংসদ। সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে এই ভিডিও (Video)। যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।                                                                 


তিনি এও বলেন, "যে দোষ করেছে তার শাস্তি হবে। কিন্তু সবাইকে চোর বললে, আমরাও রুখে দাঁড়াব, উপযুক্ত শিক্ষা দেব। চোর না হয়ে বদনাম শুনতে পারব না।" সম্প্রতি 'অনুব্রত মণ্ডলের ভাষা' শোনা গিয়েছিল সৌগত রায়ের মুখে। ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে', কামারহাটিতে এমন সুর শোনা গিয়েছিল তৃণমূলের এই বর্ষীয়ান নেতার মুখে।            


যা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরাও। সৌগত ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'উনি নিজে চলতে ফিরতে পারেন না। এই সব কথা ওনার মুখে সাজে কি ? এখন হয়তো দিদিকে খুশি করার জন্য. আগামীবারের টিকিট নেওয়ার জন্য এই সব জোশ দেখাচ্ছেন।এই সব কথা বলে বলে বাংলাকে কোথায় নিয়ে গিয়েছেন কোথায় ওনারা। এই যে দুর্নীতির পাহাড়, এর জন্য কি ওরা দায়ী নয়। সবাই কম বেশি এর মধ্যে যুক্ত আছেন। আর এই যে শব্দগুলি বলছেন, এর জবাব সাধারণ মানুষ দেবে।'


আরও পড়ুন, দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে কড়া ব্যবস্থা, নবান্নের কড়া নির্দেশকে কটাক্ষ বিরোধীদের


সুজন চক্রবর্তী বলেন, ভাবা যায়না, কল্পনা করতে পারিনি সৌগত রায় বলে পরিচিত যে লোকটা, একজন অধ্যাপক, তিনি হাতে হাতে টাকা নেবেন, এটা ভাবতে কষ্ট হয়েছিল। দিন যতো যাচ্ছে, তত কিছু নেতার অসভ্যতা বাড়ছে। ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে', সৌগত-র বক্তব্য তুলে 'এর মানেটা কি' প্রশ্ন করেন তিনি। এরপরেই তিনি বলেন, ওয়ান, টু, থ্রি, ফোর, তৃণমূলের নেতারা চোর।


অনুব্রত গ্রেফতারির পরেই বিস্ফোরক হতে দেখা যায় সৌগত, কল্যাণ, মদন, কুণালদের। তবে বিরোধীদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।