পার্থপ্রতিম ঘোষ ও সমীরণ পাল, শ্যামনগর: অভিভাবকদের সঙ্গে থেকেই আগামী দিনের পথ পরিচালনা করা উচিত ছোটদের। উত্তর ২৪ পরগনার শ্যামনগর উৎসবের মঞ্চ থেকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর (State President of West Bengal Trinamool Congress Subrata Bakshi) এই বার্তায় জোর জল্পনা দানা বেধেছে। নবীন-প্রবীণ (TMC Old Vs TMC New) দ্বন্দ্বের আবহে কি কোনও বার্তা দিতে চাইলেন তিনি? জল্পনা বাড়িয়েছে, ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলর সোমনাথ তালুকদারের একটি মন্তব্যও।
নবীন বনাম প্রবীণ?
শ্যাম-অর্জুন দ্বন্দ্বে ইতি পড়়েনি। এবার কি নবীন-প্রবীণ সংঘাতের নতুন অধ্যায় শুরু হল উত্তর ২৪ পরগনায়? দিনদুয়েক আগে যেমন, তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে বলতে শোনা যায়, 'অনেকে রয়েছেন যাঁদের সফটওয়্যারে আপডেট নেই। অনেক পুরনো সফটওয়্যার। সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না! ' এদিন ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলর সোমনাথ তালুকদারের মুখে আবার শোনা গেল, 'আইনস্টাইনের সফটওয়্যারের দরকার ছিল না। গ্যালিলিওর সফটওয়্যারের দরকার ছিল না। নেলসন ম্যান্ডেলারও দরকার ছিল না।' তৃণমূলের রাজ্যস্তরে যেমন নবীন-প্রবীণ সংঘাত চলছে, তেমনই তা ছড়িয়েছে জেলাস্তরেও। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের সংঘাতের পর্ব এখনও চলছে। তার মধ্যেই কি ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর সোমনাথ তালুকদার কি অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর সফটওয়্যার-কটাক্ষের জবাব দিলেন? তাও আবার বিজ্ঞানী-মনীষীদের সঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কার্যত তুলনা টেনে? জল্পনা জোরদার।
সোমনাথ বলেন, 'বিধান রায়েরও আপডেটের প্রয়োজন হয়নি। রবীন্দ্রনাথ, নেতাজি, এদেরও আপডেটের দরকার হয়নি। সুব্রত বক্সী তেমনই একটা বিরল লোক।' গত কয়েকদিন ধরে তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব প্রবলভাবে মাথাচাড়া দিয়েছে। সম্প্রতি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত কুণাল ঘোষ, নারায়ণ গোস্বামী, তাপস রায়দের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আগামী নির্বাচনে তিনি ডায়মন্ড হারবারের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান। দলের কোনও সাংগঠনিক দায়িত্ব বা নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে থাকতে চান না।
এরপর তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এই মন্তব্য় করেন রাজ্য় সভাপতি সুব্রত বক্সী। যদিও তার পরই কুণাল ঘোষকে বলতে শোনা যায়, 'অভিষেক পিছোবে কেন? কীসের জন্য় অভিষেক পিছোবে? অভিষেক নেতৃত্ব দিচ্ছে।'
শ্যাম-অর্জুন দ্বন্দ্ব...
অর্জুন সিং ও সোমনাথ শ্য়ামের দ্বন্দ্ব মেটানোর জন্য়, গত শনিবার মধ্য়স্থতা নৈহাটিতে বৈঠক করতে গিয়েছিলেন সুব্রত বক্সী। কিন্তু, সেখানে আসেননি তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম। তার পর, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার শ্য়ামনগর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্য়ামকে সেখানেও দেখা যায়নি। সুব্রত বক্সী পৌঁছনোর আগে বেরিয়ে যান উৎসবের পৃষ্ঠপোষক এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-ও! আর সেই মঞ্চ থেকে সুব্রত বক্সীর একটি বক্তব্য জল্পনা বাড়িয়েছে। বলেন, 'ধন্যবাদ জানাই আমার পুত্র এবং কন্যাসম সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের। তাঁদের বলি, ভাই বহাল রাখ। ছোটভাই, জীবনে বড় হও এবং নিশ্চিতভাবে অভিভাবকের সঙ্গে থেকেই আগামী দিনের পথ পরিচালনা করো।' তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের আবহে এই মন্তব্যকে মোটেই ছোট করে দেখছে না রাজনৈতিক মহল।
আরও পড়ুন:হাইকোর্টের ভর্ৎসনার পরে সক্রিয় পুলিশ, টিটাগড়ের ঘটনায় গ্রেফতার সব অভিযুক্ত