কলকাতা: সোমবার রামমন্দির উদ্বোধনের সময় তিনি অযোধ্যায় উপস্থিত ছিলেন। আর এবার অযোধ্যা থেকে সোজা কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত ( RSS Chief Mohan Bhagwat)। এদিন নেতাজি জন্মজয়ন্তীতে ( Netaji Subhas Chandra Bose Birth Anniversary) বারাসতে জনসভা করেন তিনি। এদিন তিনি বলেন, 'নেতাজির চিন্তার সঙ্গে, আমাদের ভাবনার কোনও পার্থক্য নেই।'


'উনি জানতেন, এটা একটা প্রজন্মের কাজ নয়..'


 মোহন ভাগবত বলেন,  'এটা দেখলে সমাধান আসবে। নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন, সেটা অসম্পূর্ণ রাখতে দেখেননি। উনি জানতেন, এটা একটা প্রজন্মের কাজ নয়।  অবিরত করে যেতে হবে। এই কাজের জন্য আমার জীবনও হয়তো যথেষ্ট নয়, কিন্তু কোনও সমস্যা নেই। আমি এমনই প্রেরণা দিয়ে যাব, যে প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত হয়ে এই কাজ করে যাবে। আত্মদর্শন সম্পন্ন, চারিত্রিক গুণে ভরা প্রজন্ম দেশের জন্য জীবন-মৃত্য়ুতে উঠে দাঁড়াবে। 






'নেতাজির চিন্তার সঙ্গে, আমাদের ভাবনার কোনও পার্থক্য নেই'


এরপরেই তিনি বলেন, সংঘ নেতাজিকে স্মরণ করে কেন ? ব্যাক্ষা দিয়ে বলেন, ওনার জীবনের থেকে উঠে আসা প্রেরণা, আমাদের জীবনে পরিবর্তন এনে চলেছে। এই জন্যই ওনাকে স্মরণ করা হয়। মোহন ভাগবতের সংযোজন, ওই কার্যক্রমগুলিকে উৎকৃষ্ট করা হবে। বিনা কোনও ভূল করেই এগিয়ে নিয়ে যাওয়া হবে।' তিনি এদিন আরও বলেন, 'নেতাজির চিন্তার সঙ্গে, আমাদের ভাবনার কোনও পার্থক্য নেই।'


আরও পড়ুন, 'দেশ সকলের উপরে, মনে করতেন নেতাজি', বারাসতের জনসভায় বার্তা ভাগবতের


প্রসঙ্গত, বছরটা লোকসভা নির্বাচনের। পাখির চোখ সব রাজনৈতিক দলেরই। এদিকে ২২ তারিখ ছিল রামমন্দির উদ্বোধন। রাত পেরোতেই নেতাজির জন্মজয়ন্তী। তবে ইতিহাস পিছু ছাড়ে না। এখনও বঙ্গবাসীর স্মৃতি স্পষ্ট। ভিক্টোরিয়া মেমোরিয়ারের সামনের স্টেজে শিল্পী গাইছেন, 'সুভাষজি।'  সেবার প্রধানমন্ত্রী এসেছিলেন কলকাতায়। উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। এদিকে একই অনুষ্ঠানের দর্শক আসনে উপস্থিত ছিলেন মমতাও। কিন্তু গত কয়েক বছরের চলে আসা কেন্দ্র-রাজ্যের সংঘাত, জন্মজয়ন্তীকেও পিছু ছাড়েনি।