সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে (Swarupnagar Incident) ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় তরুণীকে নৃশংসভাবে খুন। চাষের জমিতে মিলল গলার নলি কাটা, হাত-পা বাঁধা, অর্ধদগ্ধ দেহ। হাথরসে গেলে স্বরূপনগরে কেন টিম পাঠাচ্ছে না তৃণমূল? খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও (Adhir Chowdhury)। 


তরুণীর দেহের পাশেই পড়ে বাংলাদেশের ফরিদপুরের ঠিকানা লেখা চশমার খাপ


গলার নলি কাটা, বাঁধা রয়েছে হাত-পা।  ওড়না দিয়ে বাঁধা হয়েছে মুখ। তখনও ধোঁয়া বেরোচ্ছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রামে কাঁকরোল খেতের মধ্যে এভাবেই পড়েছিল অজ্ঞাতপরিচয় তরুণীর অর্ধদগ্ধ দেহ। ঘটনাস্থল থেকে মেরেকেটে ৪০০ মিটার দূরে বাংলাদেশ সীমান্ত। মঙ্গলবার সীমান্ত লাগোয়া এই গ্রামের ঘটনা ঘিরেই হুলস্থুল পড়ে  যায় এলাকায়। স্থানীয়দের দাবি, তরুণীর দেহের পাশেই পড়েছিল বাংলাদেশের ফরিদপুরের ঠিকানা লেখা চশমার খাপ, মোবাইল ফোনের ব্যাক কাভার ও একটি ব্যাকপ্যাক। তাহলে কি সীমান্তের ওপার থেকে এসেছিলেন এই তরুণী?


কী হয়েছিল উত্তরপ্রদেশের হাথরসে ?


উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণের শিকার হন দলিত পরিবারের বছর উনিশের এক তরুণী। ২৯ সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে তাঁর মৃত্যু হয়।হাথরসকাণ্ডে নির্যাতিতার গ্রামে প্রতিনিধিদল পাঠায় তৃণমূল। যোগীরাজ্যের পুলিশ আটকে দেয়।সম্প্রতি লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বক্তব্য রাখার সময় হাথরসের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।এদিন স্বরূপনগরের ঘটনায় সেই প্রসঙ্গ তুলে পাল্টা খোঁচা দিতে ছাড়েননি বিজেপি। 


'সবচেয়ে অপদার্থ পুলিশমন্ত্রী'


 বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'সরকার নেই। সবচেয়ে অপদার্থ পুলিশমন্ত্রী। আজকেও এরা হাথরসে টিম পাঠায়। স্বরূপনগরে টিম পাঠান। কীভাবে একটা মহিলাকে হাত-পা বেঁধে পোড়ানো হয়েছে।' পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 'আমাদের লজ্জা।.. রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই আরও একবার প্রমাণ হল।' যদিও পাল্টা তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।


আরও পড়ুন, 'হাসপাতালের পরিষেবা পেতে কাউকে টাকা দেবেন না', সাগর দত্তে পড়ল পোস্টার


স্বরূপনগরে প্রশ্নের পাহাড়, তদন্তে নেমেছে পুলিশ 


তবে প্রশ্নগুলি রয়েই গিয়েছে, তরুণী কি রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে এপারে এসেছিলেন? নাকি, এপার থেকে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে? তবে কি দালালদের খপ্পরে পড়েছিলেন তরুণী? সূত্র সন্ধানে BSF-এর সাহায্য নিচ্ছে স্বরূপনগর থানার পুলিশ।