সমীরণ পাল, খড়দা: পুরভোটে তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা (Candidate List) নিয়ে ক্ষোভ বাড়ছে ক্রমশ। সপ্তাহের শুরুতে খড়দায় (Khardah) দফায় দফায় বিটি রোড (BT Road) অবরোধ। খড়দা পুরসভার সামনে অবরোধে সামিল হন দলীয় কর্মী, সমর্থকরা। ৫টি ওয়ার্ডে প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে বলে দাবি তৃণমূল কর্মীদের। প্রথমে পুলিশের হস্তক্ষেপে মিনিট পনেরো পরে অবরোধ উঠলেও, পরে টায়ার জ্বালিয়ে রাস্তায় বসে অবরোধ শুরু হয়। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


মিনিট পনেরো পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এদিকে, ব্যারাকপুরে একই ওয়ার্ডে তৃণমূলের দুই প্রার্থীর প্রচার ঘিরে বিতর্ক। ৩ নম্বর ওয়ার্ডে একদিকে তৃণমূল প্রার্থী আইনজীবী সুতপা দত্তর নামে চলছে দেওয়াল লিখন। আরেক দিকে ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাসের পুত্রবধূ তৃণমূল প্রার্থী সন্দীপা বিশ্বাসের নামে পোস্টার লাগানো হয়েছে। একই ওয়ার্ডে দলের দুই প্রার্থীর প্রচার ঘিরে অস্বস্তিতে তৃণমূল। বিজেপির কটাক্ষ, শাসকদলের কোন্দলের জেরেই এই ঘটনা। যদিও তৃণমূল নেতা ও পুর প্রশাসকের দাবি, দলের দুটি প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ায় এই বিভ্রান্তি। দ্রুত এই সমস্যা মেটানো হবে।  


অন্যদিকে, তৃণমূল বিধায়ককে পুরভোটে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ চলে। চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ চলে। অন্যদিকে, বৈদ্যবাটিতে পুরভোটে বিধায়ককে প্রার্থী করার দাবি ওঠে।  শ্রীরামপুরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ তৃণমূল কর্মীদের একাংশের। 


এদিকে, হাওড়াতেও তৃণমূলের প্রার্থী-ক্ষোভ চলে। প্রার্থী বাছাই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান ও উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। ২৭ ফেব্রুয়ারি উলুবেড়িয়া পুরসভার নির্বাচন। প্রার্থী তালিকা নিয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি, রাতের অন্ধকারে ৩-৪ জন মিলে তালিকা তৈরি হয়েছে বলে দাবি তৃণমূল বিধায়কের। দলের জেলা চেয়ারম্যানের পদ ছাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।