সমীরণ পাল, মনোজ বন্দ্যোপাধ্যায় ও রাজীব চৌধুরী, উত্তর ২৪ পরগনা : দলের প্রাক্তন মহাসচিবের উদ্দেশে এবার বিস্ফোরক তৃণমূল পুরপ্রধান । এক অনুষ্ঠানে নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় ক্যান্সার, তাই কেটে বাদ দেওয়া হয়েছে’

সোশাল মিডিয়ায় ভাইরাল
নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহার  বক্তব্য, ‘পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছেন তাই দল থেকে বাদ দিয়ে দিয়েছে’ । নিয়োগ-দুর্নীতি মামলায় গ্রেফতারির পর, পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ায়নি তৃণমূল। দলীয় পদ এবং মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি, তাঁকে দল থেকেও সাসপেন্ড করেছে তৃণমূল। সেই পদক্ষেপকেই খোলাখুলি সমর্থন জানিয়ে এবার, দলের প্রাক্তন মহাসচিবকে বেনজির আক্রমণ করলেন তৃণমূলেরই নেতা ও নিউ ব্যারাকপুরের পুরপ্রধান প্রবীর সাহা।  তাঁর সেই বক্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবিপি আনন্দ এর সত্যতা যাচাই করেনি। প্রবীর সাহা বলেন, ' পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছিলেন। তৃণমূল কংগ্রেস কেটে বাদ দিয়ে দিয়েছে। শরীরের কোনও অংশে ক্যান্সার হলে কেটে বাদ দিতে হয়। পার্থ চট্টোপাধ্যায় সেই ক্যান্সার, বাদ দিয়ে দিয়েছে' । 


‘পার্থ ‘ক্যান্সার’
‘পার্থ ‘ক্যান্সার’, কেটে বাদ দিয়েছে দল। বেনজির আক্রমণ তৃণমূল নেতার । বিজেপি  রাজ্য সভাপতি  সুকান্ত মজুমদার বলেন, ' পুলিশকে সঙ্গে নিয়ে অনেক বড় বড় কথা বলছে, পুলিশ যদি সরে যায়, তখন ওই পুরসভার জমাদার গিয়েও ওকে থাপ্পড় মেরে আসবে, পার্থ এত বড় স্ক্যামে একা নিশ্চিত নেই, দলের সমর্থন ছাড়া এই ধরনের স্ক্যাম করতে পারেন না, সিবিআই, ইডি তদন্ত করে বের করছে' 


কোনও প্রতিক্রিয়া দিতে চাননি নিউ ব্যারাকপুরের পুরপ্রধান প্রবীর সাহা। 

 আরও পড়ুন :


ঘনাচ্ছে অতি গভীর নিম্নচাপ, দুর্যোগের ইঙ্গিত, ঝড়বৃষ্টি দিঘা-সুন্দরবনে