Madan Mitra: 'নেতা-মন্ত্রীরা নন, দলকে বাঁচালে কর্মীরাই বাঁচাবেন', ফের বিস্ফোরক মদন মিত্র

TMC MLA Controversial Statement:ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক মদন মিত্র। ফেসবুক লাইভে বললেন, 'কিছু দালাল চিটিংবাজ দলে ঢুকে নোংরামি করছে, দলকে নোংরা করার চেষ্টা করছে।

Continues below advertisement

উত্তর ২৪ পরগনা: ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক (TMC MLA Madan Mitra) মদন মিত্র। ফেসবুক লাইভে বললেন, 'কিছু দালাল চিটিংবাজ দলে ঢুকে নোংরামি করছে, দলকে নোংরা করার চেষ্টা করছে। সিপিএম-বিজেপিকে তেল দিয়ে রাতের অন্ধকারে তৃণমূলকে ছোবল মারার চেষ্টা করছে। নেতা-মন্ত্রীরা নন, দলকে বাঁচালে কর্মীরাই বাঁচাবেন।' কামারহাটির বিধায়কের আরও অভিযোগ, 'সঙ্কটের সময় নেতা-মন্ত্রীরা ছাদের ওপর উঠে যান।' একই সঙ্গে বললেন, 'আমার আর ক'দিন, ২৬-এ আর ভোটে দাঁড়ানোর জায়গায় থাকব না। সৌগত রায় মনে হয়ে চব্বিশের ভোটে লড়বেন,' মন্তব্য মদন মিত্রের। 

Continues below advertisement

কী বললেন মদন?
কামারহাটির বিধায়কের দাবি, কিছু লোকজন মিথ্য়া খবর ছড়িয়ে দলের ক্ষতি করার চেষ্টা করছে। তবে একই সঙ্গে তাঁর আশ্বাস, 'আপনারা নিশ্চিন্ত থাকুন, ভাল করে কাজ করুন। ফল পাবেন।' মদন মিত্রের আরও বক্তব্য, ২০২৬-র বিধানসভা ভোটের পর তাঁর আর নির্বাচনে লড়াই করার জায়গা থাকবে না। কিন্তু একই সঙ্গে তাঁর বার্তা, 'যাঁদের তৃণমূল ভালো লাগছে না, করবেন না। বিজেপি-সিপিএমকে যে ভাবে তেল দিয়ে আমাদেরই দলের একাংশ রাতের আঁধারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোবল মারার চেষ্টা করছে, আমরা তাঁদের ঘৃণা করি।' পঞ্চায়েত ভোটের আগেও এমন বক্তব্য শোনা গিয়েছিল কামারহাটির তৃণমূল বিধায়কের মুখে। গত মাসেই, ভোটের ফলপ্রকাশের পর তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'মানুষের কাজে বাধা ও বেআইনি নির্মাণে যাঁরা মদত দেবেন, তাঁরা সাবধান। সকলে পর্যবেক্ষণে আছেন, পদ আজ আছে, কাল কাঁচি দিয়ে কাটতে ২ মিনিট লাগবে না।' আরও বলেন, 'এলাকায় গুলি বরদাস্ত করা হবে না'। সঙ্গে হুঁশিয়ারি, 'কার সঙ্গে কত বড় নেতা আছে, কে কতটা প্রভাবশালী, তা জানতে চাই না। প্রকৃত, ভাল তৃণমূল কর্মীদের চেপে দেওয়ার চেষ্টা হলে, এমন ব্যবস্থা করব, পায়ে পড়া ছাড়া উপায় থাকবে না। এটা ওয়ার্নিং। প্রত্যেকে সার্ভিল্যান্সে রয়েছে।'২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় দলীয় নেতা, কর্মীদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, দলে যে গোষ্ঠীকোন্দল রয়েছে, তা কামারহাটির তৃণমূল বিধায়কের কথাতেই স্পষ্ট। 

সাগরদিঘি উপনির্বাচনের পর...
এদিনের পর অনেকেরই মনে পড়ে গিয়েছে সাগরদিঘি উপনির্বাচনের পর তাঁর মন্তব্যের কতা। উপনির্বাচনে বড় ব্যবধানে হার এবং ত্রিপুরায় খাতা খুলতে না পারার পর একযোগে মুখ খুলেছিলেন একের পর এক তৃণমূল নেতা। মদন মিত্র বলেন, 'দলকেও মাঝেমধ্যে সিটি- অ্যাঞ্জিওর এর মধ্যে আসতে হবে! না হলে বুঝবে কী করে, ঈশান কোণে কোথায় মেঘ জমে আছে।'

 

আরও পড়ুন:ছুটির দিনে মুরারইতে রেল অবরোধ নিত্যযাত্রী সংগঠনের, আটকে একাধিক ট্রেন

 

Continues below advertisement
Sponsored Links by Taboola