সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : যখন সিপিএম ( CPM ) করতাম, তখন দলের কত নেতাকে চাকরি দিয়েছি, তার ঠিক নেই। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) চাকরি দিলে অন্যায়। নিয়োগ দুর্নীতি নিয়ে ফের নিজের পুরনো দল সিপিএমকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ( Tapas Chatterjee ) । ভাইরাল ভিডিও ( Viral Video ) ।                         


শুক্রবার রাজারহাটের নবাবপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে চাকরি-দুর্নীতি নিয়ে বামেদের কটাক্ষ করেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক। সিপিএমের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


আগেও এভাবেই  আক্রমণ


এই প্রথম নয়, এর আগেই মার্চের শেষাশেষি এমনই মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছিলেন এই বিধায়ক। রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তখনও বলেন, বাম জমানায় ‘চিরকুটে চাকরি’ হয়েছে। দলের সুপারিশে চাকরিপ্রার্থীদের নম্বর কারচুপি করা হয়েছে। তিনি দাবি করেন, তিনি নাম ধরে ধরে সিপিএমের লোকেদের নাম  বলে দিতে পারেন, যাদের ওই সময়ে চাকরি হয়েছে। 


বাম আমলে রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন তাপস চট্টোপাধ্যায়। ২০১৬-র বিধানসভা ভোটের আগের বছর, তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১৬-র বিধানসভা নির্বাচনে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ে প্রথমবার বিধায়ক হন। এখন সেই তাপস চট্টোপাধ্যায়ের গলাতেই বাম-জমানায় চাকরি- দুর্নীতির অভিযোগ। 


মুখ খুলেছেন উদয়নও


মাসখানেক আগে, নিয়োগ দুর্নীতি নিয়ে বামেদের নিশানা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এমনকি, দুর্নীতির জন্য প্রয়াত বাবাকেও কাঠগড়ায় তোলেন দিনহাটার তৃণমূল বিধায়ক। উদয়নও বাম শিবির থেকে দল বদলে তৃণমূলে গিয়েছিলেন। তারপর বাম শিবির ছেড়ে তৃণমূলে যাওয়া তাপস চট্টোপাধ্যায়ও চাকরি-দুর্নীতি নিয়ে পুরনো দলকে কাঠগড়ায় তোলেন। 


জ্যে নিয়োগ-দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই চাঞ্চল্যকর দাবি করেন সেচমন্ত্রী পার্থ ভৌমিকও । তিনি বলেন, 'SSC-তে দুর্নীতিচক্র তৈরি হয়েছে বাম আমলেই। এখানে যারা চাকরি করছে সব বাম আমলে ঢুকেছে। ওরাই দুর্নীতি চক্র তৈরি করেছে। ' 


শুধু এঁরা নন, বাম আমলের নানা দুর্নীতির কথা তুলে বার বারই সরব হয়েছেন মুখ্যমন্ত্রীও।  তৃণমূল নেত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশও দেন, ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত চিরকুটে যাদের চাকরি হয়েছে তাদের নামের তালিকা তৈরি করতে । যদিও তৃণমূলের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ানো কমেনি বিরোধীদের। 



আরও পড়ুন : 


শনিবার কারা সতর্ক থাকবেন ? কেমন যাবে আজকের দিন ?