সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের প্রকাশ্যে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব' (TMC Infighting), এবার ঘটনা বসিরহাট (Basirhat) শহরের চরপাড়ায়। অভিযোগ, জমিতে দলীয় পতাকা লাগানোর প্রতিবাদে তৃণমূল কর্মীকে (TMC Worker Death) পিটিয়ে মেরেছেন  দলেরই কর্মীরাই। মৃত তৃণমূল কর্মীর নাম সিরাজুল। দলীয় যোগের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর।


কী জানা গেল?
মৃতের পরিবারের দাবি, পতাকা লাগানোর প্রতিবাদ করায় লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল সিরাজুলকে। তার পর, গত কাল অর্থাৎ সোমবার রাতে মধ্যমগ্রামের নার্সিংহোমে মারা যান তিনি। ঘটনাটি ঘটেছে বসিরহাট পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। যদিও পুলিশের দাবি, জমি নিয়ে বিবাদের জেরে যা ঘটার ঘটেছে। দলীয় যোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরও। প্রসঙ্গত, অতীতেও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের একাধিক ইঙ্গিত মিলেছে। পঞ্চায়েত ভোটের আগেই যেমন উত্তর ২৪ পরগনার কামারহাটি পুর এলাকার আড়িয়াদহে গুলিচালনার ঘটনায় এক যুব তৃণমূল নেতা আক্রান্ত হয়েছিলেন। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচলেও তাঁকে রাস্তায় ফেলে রড দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল অরিত্র ঘোষ নামে ওই যুব তৃণমূল নেতাকে। প্রথম দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই গুলি চলেছে বলে ইঙ্গিত করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তবে পরে সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে গিয়েছিলেন তিনি। 
শুধু তাই নয়। পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পরও এই ধরনের ঘটনার অভিযোগ ওঠে। সে বার বিজয় মিছিল ঘিরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে প্রাণ যায় এক প্রৌঢ়ার। ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন তিনি, এমনই শোনা যায়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে জয়ের পর তৃণমূলের আবির ছোড়া নিয়ে বচসা বেধেছিল। সেখানে আদি ও নব্য তৃণমূলের মধ্যে সংঘর্ষের অভিযোগ বাধে। ছেলেকে বাঁচাতে গেলে ধাক্কা দেওয়া হয় মাকে, প্রাথমিক ভাবে এমনই দাবি পরিবারের। পড়ে গিয়ে মারা গিয়েছিলেন অলকা রুইদাস। ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী পঞ্চানন রুইদাস ও তাঁর অনুগামীরা। পরে শোনা যায়, অলকার দুই ছেলে, প্রশান্ত ও শ্রীকান্ত রুইদাস, দু'জনেই ওই এলাকায় নতুন তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। অন্য দিকে, যাঁরা মারধর করেছেন বলে অভিযোগ, তাঁরা বহু আগে থেকে তৃণমূল করতেন বলে জানান প্রশান্ত ও শ্রীকান্ত। তবে স্থানীয় বিধায়ক দিলীপ মণ্ডল  আদি-নব্য বিভাজনের কথা মানেননি। বরং তাঁর ধারণা ছিল, এর নেপথ্যে পারিবারিক গণ্ডগোল থাকতে পারে।


 


আরও পড়ুন:তরুণীর হাত-পা বাঁধা অর্ধদগ্ধ দেহ উদ্ধার ঘিরে তুমুল আলোড়ন স্বরূপনগরে