North 24 Pargana: নিউ ব্য়ারাকপুরে সিপিএম সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

North 24 Pargana News: নিউ ব্যারাকপুর এর ১০ নম্বর ওয়ার্ডের আচার্য জগদীশচন্দ্র বসু রোডে এক প্রাক্তন সিপিএম নেতার বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা করেন। গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল। 

Continues below advertisement

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নিউ ব্য়ারাকপুর পুরসভা দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ের পরই সেই এলাকার এক বাম সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সূত্রের গতকাল দুপুরে নিউ ব্যারাকপুর এর ১০ নম্বর ওয়ার্ডের আচার্য জগদীশচন্দ্র বসু রোডে এক প্রাক্তন সিপিএম নেতার বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা করেন। সেখানে ঢুকে না কি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল। 

Continues below advertisement

বাড়ির সদস্যদের অভিযোগ যে সেই বাড়িতে মহিলাদের লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার পরই, নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। কিন্তু সেই বাম সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, পুলিশ বিষয়টি কথা স্বীকার করতে চাইছে না। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এর পেছনে রাজনীতি দেখছেন।

এদিকে, রাজ্যের অন্য প্রান্তে এমন ছবি ধরা পড়েছে বাঁকুড়াতেও। পুরভোটের ফল প্রকাশের পরে রাজনৈতিক উত্তেজনা, সংঘর্ষ পার্টি অফিস ভাঙচুরের ঘটনা বাঁকুড়া (bankura) শহরে। পুরভোটের (municipal electin 2022) ফল প্রকাশ হতেই রাজনৈতিক হিংসার ছবি দেখা গেল। বাঁকুড়ার ৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের হাতছাড়া হয়েছে। সেই এলাকায় জয় ছিনিয়ে নিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা বাঁকুড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দিলীপ আগরওয়াল। তিনি এবার নির্দল প্রার্থী হিসেবে সেখান থেকে দাঁড়িয়েছিলেন। 

সূত্রের খবর, গতকাল জয়ের পরই নির্দল প্রার্থী বিজয় মিছিল নিয়ে বেরিয়েছিল। সন্ধেবেলা শান্তিপূর্ণ মিছিল করেছিল দিলীপ আগরওয়াল। কিন্তু সেই সময়ই না কি তৃণমূলের কর্মীরা মিলে সেই মিছিলে আক্রমণ করে। অভিযোগ উঠেছে যে তৃণমূলের কর্মীরা লাঠি নিয়ে চড়াও হয় নির্দল প্রার্থীর বিজয় মিছিলের ওপর। এমনকী সেই মিছিলের পেছন দিকে একটি টেম্পো গাড়িকে না কি উল্টে দেওয়া হয়। 

জানা গিয়েছে যে, ওই টেম্পোর মধ্যে মায়ের সাথে থাকা এক ৪ বছরের শিশু জখম হয়েছে। তাঁর মাথায় চোট লেগেছে।  মারধর করা হয়েছে দুই নির্দল কর্মীকে। সেই বিজয়ী প্রার্থী ও তাঁর সমর্থকরাও জখম হয়েছে বলে দাবি করেছেন সদ্য জয়ী হওয়া নির্দল প্রার্থী দিলীপ আগরওয়াল।

Continues below advertisement
Sponsored Links by Taboola