সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই রাজনীতির ময়দানে কু-কথার স্রোত। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দল গুলির বক্তব্যে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি । এবার তৃণমূল দল বা মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরোধীদের কুকথা বলতে শুনলেই তাদের জিভ টেনে ছিড়ে ফেলার হুশিয়ারি দিলেন বিলকান্দা ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস ।


গতকাল কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভায় বিলকান্দা ২ নম্বরের তৃণমূল অঞ্চল সভাপতি সজল দাস এই হুমকি দেন। পঞ্চায়েতে ভোট পাবে না বুঝে, সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপির। 


নিউ ব্যারাকপুর বিলকান্দাতেতে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল । সেই মিছিলে অংশ গ্রহণ করে সজল দাস বলেন "তৃণমূলের উচ্চ নেতৃত্ব বারবার ঘোষণা করেছেন যে বা যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে এবং নেবে, আইন আইনের চলবে । কিন্তু তাও বিজেপির ছোট বড় নেতারা মঞ্চ খাটিয়ে মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়র নামে কুমন্তব্য করলে আমি তাদের জিভ টেনে ছিড়ে দেব এবং বিলকান্দা মোড় থেকে তাদেরকে স্ট্রেচারে করে যাতে বাড়ি ফিরতে হয় সেই ব্যবস্থা করে দেব ।"


আরও পড়ুন, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই, ২০ জন চাকরিপ্রার্থী,চাকরি প্রাপককে তলব


অন্যদিকে তৃণমূলের এই ধরনের হুশিয়ারি প্রসঙ্গে বিজেপি নেতা পাল্টা বলেন, " সামনে পঞ্চায়েত নির্বাচন । তৃণমূল কংগ্রেস এবার ভোট পাবে না তাই ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরী করতে চাইছে। সন্ত্রাসের অপর নাম তৃণমূল । কিন্তু বিজেপি এবার মাঠে নেমে লড়াই করবে । কাউকে জমি ছেড়ে দেওয়া হবে না । আর এই সমস্ত হুশিয়ারি বিরুদ্ধে আমাদের উচ্চ নেতৃত্ব ও লিগ্যাল সেল ব্যবস্থা নেবে ।"                                         



এদিকে, সোনারপুরের আড়াপাঁচ এলাকায় প্রকাশ্য সভায় বাবার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকে অশালীন আক্রমণ ক্যানিং পূর্বের বিধায়ক ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সওকত মোল্লার। কেন্দ্রের আর্থিক বঞ্চনা, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন ইস্যুতে গতকাল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তেমাথা থেকে আড়াপাঁচ পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল। মিছিল শেষে সভা থেকে বিরোধী দলনেতার উদ্দেশ্যে কু-মন্তব্য করেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। এ নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।