ব্রতদীপ ভট্টাচার্য, বারাসাত: বারাসাতের (Barasta Municipality) ১০ নম্বর ওয়ার্ডে পায়োনিয়ার এলাকায় ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবের বুথে সিপিএম (CPIM) প্রার্থী রত্না ভট্টাচার্যকে মারধরের অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর এজেন্টকেও আটকে রাখার অভিযোগ। এলাকায় ইটবৃষ্টি। পুলিশের হাতে বহিরাগতদের তুলে দেন স্থানীয় বাসিন্দারা। 


উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গ (South Bengal), রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। পুরভোট (WB Municipal Ekection 2022) শুরু হতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। কোথাও আবার বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ। চাকদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গানগরে নেতাজি সুভাষ বিদ্যাপীঠে বহিরাগতদের তাণ্ডব। ভাঙা হল বুথের দরজা। সিপিএম প্রার্থীর রীতা দত্তর স্বামী সিপিএমের নদিয়া জেলা কমিটির সদস্য স্বর্ণেন্দু দত্তকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ। তৃণমূল প্রার্থীর দাবি, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন সিপিএম প্রার্থী। তাই জনরোষের শিকার হন তাঁর স্বামী।


রাজপুর-সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বোড়াল প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেআইনি জমায়েত। আপত্তি জানানোয় সিপিএম প্রার্থীকে ধাক্কা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একসঙ্গে চা খেয়েছি, এমন কিছু ঘটেনি। দাবি তৃণমূল প্রার্থীর।আরামবাগ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বসন্তপুরে বুথের বাইরে সিপিএম প্রার্থী সুশীল বাউড়িকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় একজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বাম প্রার্থী। অভিযোগ অস্বীকার তৃণমূলের। 


টিটাগড় পুরসভার (Titagarh Municipality) ১৭ নম্বর ওয়ার্ডে ওল্ড ক্যালকাটা রোডে সৌহার্দ্য মিলন কেন্দ্রে বুথ দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা। সিপিএম (CPIM) প্রার্থীর এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। প্রতিবাদে পথ অবরোধ করেন সিপিএম কর্মীরা। সিপিএমের হুঁশিয়ারি, বুথ দখলের চেষ্টা হলে ব্যারাকপুরের (Barrackpore) তৃণমূল বিধায়কের বাড়ি দখল করা হবে। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।


আরও পড়ুন: North 24 Pargana Municipal Elections : বসিরহাট ও হরিণঘাটায় গ্রেফতার বিজেপি প্রার্থী