সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুরভোটের (Municipal Election) মুখে অর্জুন সিংহর (Arjun Singh) খাস তালুক ভাটপাড়ায় (Bhatpara) বিজেপি (BJP) প্রার্থীদের দলবদল। মনোনয়নপর্ব মিটে যাওয়ার পরে পদ্ম ছেড়ে ঘাসফুল (TMC) শিবিরে যোগদান তিন প্রার্থীর। অর্জুনে আস্থা না থাকাতেই বিজেপিতে ভাঙন। দাবি করছে তৃণমূল। আমল দিতে নারাজ ব্যারাকপুরের বিজেপি সাংসদ।
ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির দখলে থাকা একমাত্র বিধানসভা ভাটপাড়ায় পর পর ভাঙন। যুদ্ধ শুরুর আগে প্রতিপক্ষ শিবিরের যোদ্ধাকে ভাঙিয়ে এনে, প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করে দেওয়া, উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভা পুনর্দখলের লক্ষ্যে, অর্জুন-গড়ে কি এই রণনীতি নিয়েই এগোচ্ছে তৃণমূল?
মনোনয়ন পর্ব মিটে যাওয়ার পর, পুরভোটের কয়েক দিন আগে থেকে ভাটপাড়া পুরসভায় যেভাবে পর পর বিজেপি প্রার্থীদের তৃণমূলে যোগদান শুরু হয়েছে, তাতে শুরু হয়েছে এই জল্পনা।
ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে অর্জুন সিংহর ভাইপো সৌরভ সিংহকে প্রার্থী করেছিল বিজেপি।কিন্তু ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে তৃণমূলে ফিরে গিয়েছেন।মনোনয়ন পর্ব মিটে যাওয়ার পর ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রবীন্দ্র সিংও তৃণমূলে যোগ দিয়েছেন।একই পথে হেঁটেছেন ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পম্পা দেব ও ৩২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রীতা মণ্ডল।
পুরভোটের অনেক আগেই ভাটপাড়ায় গেরুয়া সংসারে ভাঙন ধরাতে শুরু করেছিল ঘাসফুল শিবির। পুরভোটের মুখে সেই ভাঙন পৌঁছে গিয়েছে অর্জুন সিংহের ঘরে। পুরভোটে বিজেপি প্রার্থী করার পরেও, পদ্ম ছেড়ে তৃণমূলে ফিরেছেন অর্জুন সিংহের ভগ্নিপতি সুনীল সিংহ...তাঁর ছেলে আদিত্য এবং অর্জুনের ভাইপো সৌরভ সিংহ।
যদিও, অর্জুন সিংহর দাবি, ভোটে জেতার পর এঁরা সকলেই আবার বিজেপিতে ফিরে আসবেন।
তৃণমূল কংগ্রেসের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক বলেছেন, অর্জুন সিংয়ের ওপর কারোর ভরসা নেই। তাই বিজেপি থেকে চলে আসছে।
অর্জুনের ‘ঘরে’ এই ভাঙনকে কটাক্ষ করেছে সিপিএম। দলের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় বলেছেন, ওদের আসা-যাওয়া লেগেই থাকবে। যিনি বলছেন ,তিনি নিজেও কদিন বাদে চলে যাবেন।
অর্জুন অবশ্য বলেছেন, আমাকে অনেক কেস দিয়েছে। কোনও দিন তৃণমূলে যাব না।
গত বিধানসভা ভোটে ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধুমাত্র ভাটপাড়া বিধানসভা দখলে রাখতে পেরেছিল বিজেপি। আর সেই ভাটপাড়া পুরসভাতেই ভোটের আগে তৃণমূলে যোগ দিতে শুরু করেছেন বিজেপি প্রার্থীরা। শেষ পর্যন্ত ভাটপাড়া কার দখলে থাকে সেটাই দেখার।