সমীরণ পাল, ভাটপাড়া: অর্জুন সিংয়ের গড় ভাটপাড়া পুরসভা দখল করল তৃণমূল। ৩৫টির মধ্যে ৩৪টি ওয়ার্ডে ভোট হয়েছে। এর মধ্যে ৩৩টিতেই জয়ী তৃণমূল। ৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়ে যায়। ২০১৫-র পুরভোটে তৃণমূল ৩৪ ও সিপিএম ১টি ওয়ার্ডে জয়ী হয়েছিল। 


ভোটের দিন বহিরাগতদের এনে বুথ দখলের চেষ্টার অভিযোগ করেছিল বিজেপি। এই নিয়ে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে উত্তেজনাও ছড়ায় পুরভোটে। সেই দিন বহিরাগতদের তাড়া করেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। ভাটপাড়ারই ১ নম্বর ওয়ার্ডে আবার ভোট লুঠের অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি প্রার্থী।


জগদ্দল ৯ নম্বর গলির গণেশ প্রাইমারি স্কুলের ঘটনা। অর্জুন সিংহ ঘটনাস্থলে যাওয়ায় তাঁকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটারদের লাইনে দাঁড় করান তৃণমূল প্রার্থীর ছেলে। বিজেপি প্রার্থীর ছেলে তাদের সরানোর চেষ্টা করতেই দু’ পক্ষের বচসা বাধে। উত্তেজনার মাঝেই পুলিশের ম্যাগাজিন পড়ে যায়। জখম হন এক পুলিশ কর্মী। অর্জুন সিংয়ের দাবি, বহিরাগতরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। যদিও তা অস্বীকার করে পুলিশ। অন্যদিকে , ভোট লুঠের অভিযোগ তুলে কেঁদেই ফেলছিলেন ভাটপাড়া ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাকেশ সিংহ। ভাটপাড়া হাইস্কুলে ভোট লুঠ চলছে বলে অভিযোগ তুলে রাস্তায় বসে পড়েছিলেন বিজেপি প্রার্থী। 


আরও পড়ুন, ১০৩ টি পুরসভায় জয়ী তৃণমূল,৩১টি পুরসভা বিরোধীশূন্য


আজ রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। ভোটের আগেই দিনহাটা পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। ফলে ভোটগণনা হচ্ছে ১০৭টি পুরসভার। মোট ওয়ার্ড ২ হাজার ১৭১টি। মোট প্রার্থী ৮ হাজার ১৬০ জন। পুরভোটের লড়াইয়ে রয়েছেন বিজেপির ৬ বিধায়ক। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।