ভৌগলিক অবস্থান (North 24 Parganas Geographical Situation): কলকাতা সংলগ্ন জেলা উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। জেলার একাংশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। ওপারে হুগলি জেলা (Hooghly)। জেলার আরেকদিক যশোর রোড (Jessore Road) হয়ে বাংলাদেশ (Bangladesh) সীমান্ত পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে এই জেলা অবস্থিত। এই জেলা উত্তর ও পূর্বে বাংলাদেশ এবং উত্তরে নদীয়া জেলা দ্বারা পরিবেষ্টিত। দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতা দক্ষিণে অবস্থিত। পশ্চিমে হাওড়া, হুগলি ও কলকাতা অবস্থিত।                                                                                   


গতকাল, ২২ জানুয়ারি উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫২ শতাংশ। হাওয়ার গতিবেগ ২ কিলোমিটায়/ঘণ্টা।


আজ, ২৩ জানুয়ারি উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৮ শতাংশ। হাওয়ার গতিবেগ ৫ কিলোমিটায়/ঘণ্টা।

আবহাওয়ার আপডেট: শীতকালে শীত উধাও! আবহাওয়া দফতর বলছে, আগামী ২-৩ দিনেই কলকাতায় দিনের বেলা উধাও হবে শীতের ইমেজ। আগামী ৫-৭ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে। ২-৩ ডিগ্রি করে বাড়বে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা। সকালের দিকে কুুয়াশা থাকবে। বেলা বাড়তেই চড়বে রোদের তাপ। সর্বনিম্ন তাপমাত্রা ২০-র কাছাকাছি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০-এর কাছাকাছি চলে যেতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। অন্য়দিকে, উত্তরবঙ্গে আগামী ২-৩ দিন একই রকম থাকবে তাপমাত্রা। তারপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করার সময় দার্জিলিং কালিম্পঙের পার্বত্য় এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা


• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।



দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা


• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৪  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন: Medinipur Weather: স্বাভাবিকের উপরে থাকছে পারদ, বাড়ছে গরমের অনুভূতি