সমীরণ পাল, বারাসাত: পঞ্চায়েত প্রধান কে হবেন, তা নিয়ে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বারাসাতে তৃণমূলের অস্বস্তি! প্রতিশ্রুতি দেওয়ার পরও, প্রধান পদে জয়ী প্রার্থীর নাম বদলের অভিযোগ তুলে তৃণমূলের অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই একাংশের কর্মীরা। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। যদিও বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ শাসকদল।
গ্রাম পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসবে কে? বিপুল ভোটে জিতেও, বোর্ড গঠনের আগে এই প্রশ্ন ঘিরেই তৃণমূলে অস্বস্তি বাড়ছে উত্তর ২৪ পরগনার বারাসাতে। গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ ঘিরে একেবারে প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্ব। শনিবার যা আছড়ে পড়ল তৃণমূলের পার্টি অফিসে। বারাসাত দু'নম্বর ব্লকের কীর্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে ১৯টিই জয়ী হয় তৃণমূল। একটি আসন দখল করেছে সিপিএম। এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদটি তফশিলি জাতি জন্য সংরক্ষিত। এই পরিস্থিতিতে তৃণমূলের একাংশের দাবি, ভোটের আগে থেকেই জয়ী প্রারিথী কৃষ্ণা পাত্রকে পঞ্চায়েত প্রধান করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, ভোটে জেতার পর কৃষ্ণা পাত্রের বদলে এখন মহেন্দ্র মণ্ডল নামে অন্য এক জয়ী সদস্যকে পঞ্চায়েত প্রধান করার চেষ্টা চলছে। আর এতেই ক্ষিপ্ত তৃণমূলের জয়ী প্রার্থী কৃষ্ণা পাত্রের অনুগামীরা।
তৃণমূল কর্মী ও জয়ী কৃষ্ণা পাত্রের অনুগামী আকাশ মণ্ডল “আমাদের কৃষ্ণা পাত্র, এই কীর্তিপুরে এক নম্বর পঞ্চায়েত। প্রধান হওয়ার কথা ছিল আজ থেকে তিন-চার মাস আগের কথা। হবে হবে করে এখন কয়েক ঘণ্টার মধ্যে এখন বলছে হবে না। আমরা কৃষ্ণা পাত্রকে নিয়ে বিজয় মিছিল করছি। আজ থেকে এক দেড় মাস আগে বিজয় মিছিল হয়েছে। ভোটের আগে থেকেই। হয়েছে। সব করেছি এখন বলছে হবে না। তাই জন্য আমরা এই বিক্ষোভ করছি।’’
এই পরিস্থিতিতে এদিন ঘটনাস্থলে যান রাজ্যের খাদ্যমন্ত্রী ও তৃণমূল নেতা রথীন ঘোষ। তিনি বলেন, “আমি আপনাদের কথাটা শুনলাম। আমার কথাটা শুনুন। আমি কথা বলছি ব্লকের প্রেসিডেন্টের সঙ্গে।তারপর দেখি কী হয়।’’বেশ কিছুক্ষণ দলীয় কার্যালয়ে বিক্ষোভ চলার পর, দলের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Kolkata Weather:রাতভর বৃষ্টি, রবিবার কেমন কাটবে কলকাতার দিন?