সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিহারের (Bihar) বেউর জেলে বসে ডাকাতির ছক কষা হয়েছিল। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) ব্যারাকপুরের (Barracpore) আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতি ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি করল পুলিশ। ৫ দুষ্কৃতীর সবাইকেই গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু বিহারের জেলে বসে কে তৈরি করেছিল ব্যারাকপুরে সোনার দোকানে হামলার ছক? উত্তর খুঁজছে পুলিশ।


বিরিয়ানির দোকান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি: ব্যারাকপুরে দুষ্কৃতীরাজ! ভিড়ে ঠাসা নামী বিরিয়ানির দোকান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। গুলিবিদ্ধ দোকানের এক কর্মী ও এক ক্রেতা। ব্যারাকপুরে শ্যুটআউট! ডাকাতিতে বাধা দেওয়ায় আনন্দপুরীতে সোনার দোকানের মালিকের ছেলেকে গুলি করে খুন! সময়ের ব্যবধান এক বছরের বেশি হলেও পুলিশের দাবি, দুই ক্ষেত্রেই হামলার ছক কষা হয়েছিল জেলে বসে। আনন্দপুরীর ঘটনার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল বিহারের একটি জেলে। 


ব্যারাকপুরকাণ্ডের কিনারা করে দাবি করল পুলিশ। গত ২৪ মে ভরসন্ধেয় ব্যারাকপুর স্টেশনের অদূরে, জনবহুল এলাকা ওল্ড ক্যালকাটা রোডের উপর আনন্দপুরীতে সোনার দোকানে শ্যুটআউটের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীদের কারও মাথায় ছিল হেলমেট। কারও মাথায় টুপি। সকলেরই মুখ মাস্কে ঢাকা ছিল। ডাকাতিতে বাধা দিতে গিয়ে খুন হন মালিকের ছেলে নীলাদ্রি সিংহ। তদন্তে নামে টিটাগর থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। 


ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলছেন, ওই খুনের ঘটনায় প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে। এবং একে অপরকে শনাক্ত করেছে। এই ঘটনায় প্রত্যেক আসামিকে তারা গ্রেফতার করতে পেরেছে। দোষীদের জাতীয় উপযুক্ত শাস্তি হয় সেই ব্যবস্থা করবেন।


পুলিশ সূত্রে খবর, সোনার দোকানে ডাকাতি ও মালিকের ছেলেকে খুনের ঘটনায় মোট পাঁচজন দুষ্কৃতী জড়িত ছিল। ঘটনার পর তারা সবাই বিভিন্ন রাজ্যে গা ঢাকা দেয়।  রাজবীর সিং নামে এক ডাকাত পাঞ্জাবে পালায়। গত ১২ জুন মোগায় একটি সোনার দোকানে এক কোটি টাকার সোনার গহনা ডাকাতি করে। বাধা দেওয়ায় সোনার দোকানের মালিককে খুন করে। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে পাঞ্জাব পুলিশে। 


উদ্ধার হয় খুনে ব্যবহৃত অস্ত্র। ব্যারাকপুরের ঘটনায় রাজবীরকে হেফাজতে নেয় ব্যারাকপুর কমিশনারেট। পরে গ্রেফতার করা হয় আরও তিন জনকে। শুক্রবার বিহার থেকে পঞ্চম দুষ্কৃতী উত্তমকুমার উপাধ্যায় ওরফে উত্তম প্রাসাদকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, নীলাদ্রিকে গুলি করেছিল উত্তমই। পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। আরও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধারে তল্লাশি চলছে। কিন্তু বিহারের জেলে বসে কে তৈরি করেছিল ব্যারাকপুরে সোনার দোকানে হামলার ছক। উত্তর খুঁজছে পুলিশ।