উজ্জ্বল মুখোপাধ্য়ায়, উত্তর ২৪ পরগনা : বিরাটির বাসিন্দা এক ভোটারের নাম ৪ জায়গার ভোটার তালিকায়! ওই মহিলার অভিযোগ, নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট ফর্ম পূরণ করেও সুরাহা হয়নি। এনিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি। সাম্প্রতিক SIR প্রক্রিয়ায় সমস্যার সমাধানের আশায় রয়েছে গৃহবধূর পরিবার। ভোটার এক জন, অথচ তাঁরই নাম রয়েছে ৪ জায়গার ভোটার তালিকায় ! ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে রাজ্য জুড়ে যখন তোলপাড় চলছে, তখনই সামনে এল উত্তর ২৪ পরগনার বিরাটির এই ঘটনা। যা ঘিরে আপাতত শোরগোল পড়ে গিয়েছে। 

Continues below advertisement

নাম পিয়ালি দেব। বর্তমানে বিরাটির বাসিন্দা এই গহবধূ। ২০০২-এর ভোটার তালিকায়, বধূর নাম রয়েছে তার বাবার বাড়ির ঠিকানা বিরাটির নীলাচলে। যেখানে পিয়ালি দেবের অভিভাবক হিসাবে রয়েছে বাবা নির্মলেন্দু দাসের নাম। এরপর বিরাটির স্বামীজি পল্লির বাসিন্দা অভিজিৎ দেবকে বিয়ে করেন পিয়ালি। ফলে সেখানকার ভোটার লিস্টে নতুন করে নাম ওঠে পিয়ালি দেবের। পিয়ালির অভিযোগ, 'প্রথমে তো বাপের বাড়ি বিরাটি নীলচলে, সেখানে নাম ছিল। তারপর সেখান থেকে আমি স্বামীজি পল্লি যাই। সেখানে নাম ট্রান্সফার করা হয়। কিন্তু তখনও নীলাচলে নামটা থেকে যায়। তারপর সেটা নিয়ে আমি লিস্টে ৭ নম্বর ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছিল, কিন্তু নামটা কাটা হয়নি।' 

কয়েক বছর পর স্বামী অভিজিৎ দেব মারা যান। তিনি দ্বিতীয় বিয়ে করেন মহেশতলার আক্রার বাসিন্দা তন্ময় দেবকে। ফলে সেখানেও তার নাম ভোটার লিস্টে উঠে যায়। বর্তমানে মহেশতলার আক্রা ছেড়ে বিরাটিতে থাকেন পিয়ালি ও তাঁর স্বামী। যথারীতি সেখানেও পিয়ালির নাম ভোটার তালিকায় উঠে যায়। পিয়ালির অভিযোগ, 'নীলাচল থেকে আমি আবার ট্রান্সফার হয়ে আক্রাতে গেছিলাম। সেখানে আমার শ্বশুরবাড়ি। যথারীতি নাম ট্রান্সফার হয়ে গেছে, উঠেছে, কিন্তু বাকি দু'জায়গায় ছিল। এখন আমি বসবাস করি বিরাটিরই ব্লু হেভেনে। সেখানে আমি নাম তুলেছি, যেখানে আমি স্থায়ী বাসিন্দা। দেখা যাচ্ছে ৪ জায়গায় ঘুরেফিরে আমার নাম রয়েই গেছে।' 

Continues below advertisement

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম পূরণ করতে হবে। নিজের নাম অন্য জায়গায় ট্রান্সফার করাতে হলেও একাধিক নথি জমা দিতে হয়। বছর চুয়াল্লিশের পিয়ালি দেবের দাবি, ৩ জায়গা থেকে নাম বাদ দেওয়ার জন্য নির্ধারিত ৭ নম্বর ফর্ম ফিল আপ করেছেন। রাজ্যে শুরু হয়ে গেছে SIR প্রক্রিয়া। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবেন BLO-রা। দেওয়া হবে এনামুরেশন ফর্ম। এবার কি সমস্যা মিটবে? উত্তর দেবে সময়।